এক ভেড়ার লোম কাটা হচ্ছিল। যে কাটছিল সে আনাড়ির মত বড় গোড়া ঘেঁষে জবড়জং করে কাটছিল। ভেড়াটা তখন লোকটাকে বললে, আমার লোমই যদি শুধু নিতে চাও...
এক ভেড়ার লোম কাটা হচ্ছিল। যে কাটছিল সে আনাড়ির মত বড় গোড়া ঘেঁষে জবড়জং করে কাটছিল। ভেড়াটা তখন লোকটাকে বললে, আমার লোমই যদি শুধু নিতে চাও, তা হলে অমন গোড়া ঘেঁষে কেটাে না, আর যদি আমার মাংস খেতে চাও তা হলে আমায় সোজা জবাই করে ফেল, এমন কষ্ট দিয়ে আমায় মেরো না।
শিক্ষা: আনাড়ির হাতে পড়লে যন্ত্রনার অবধি থাকে না।
এক মেষশাবক দলের পিছনে পড়ে গেছে। একটা নেকড়ে তাকে এই অবস্থায় দেখে তার পিছু নিল। বাচ্চা মেষটা তাকে দেখতে পেয়ে বললে, বুঝছি তুমি আমায় ধর...
এক মেষশাবক দলের পিছনে পড়ে গেছে। একটা নেকড়ে তাকে এই অবস্থায় দেখে তার পিছু নিল। বাচ্চা মেষটা তাকে দেখতে পেয়ে বললে, বুঝছি তুমি আমায় ধরে খেতে চাও! কিন্তু মরবার আগে বাঁশীর সুরের সঙ্গে আমি নাচতে চাই। তাই-- বলি—তুমি বাঁশী বাজাও আর তালে তালে আমি নাচি। তারপর—
নেকড়ে মেষশাবকের এই কথা শুনে বাঁশী বাজাতে লাগল আর তার সঙ্গে চললো বাচ্চা মেষটার নাচ।
এই বাজনা আর নাচের আওয়াজ শুনে ছুটে সেখানে এসে জুটলো একদল কুকুর। নেকড়েকে দেখেই তারা তার দিকে ধাওয়া করলে নেকড়ে ছুটতে ছুটতেই ভাবতে লাগলো-- খুব শিক্ষা হ’ল আমারঃ শিকার করতে এসে কেন আমি বাঁশী বাজাতে গিয়েছিলাম।
উপদেশ: এক কাজ করতে এসে অন্য কিছুতে মন দিতে গেলে সব দিকই পন্ড হয়।
নিজের ছাগলের পাল চরাতে নিয়ে গেছে মাঠে একটি লোক। পাশের বন থেকে কয়েকটা বুনো ছাগল এসে যোগ দিল সেই দলে। সন্ধ্যে হ’লে লোকটা পোষা, বুনো সব ছাগলই...
নিজের ছাগলের পাল চরাতে নিয়ে গেছে মাঠে একটি লোক। পাশের বন থেকে কয়েকটা বুনো ছাগল এসে যোগ দিল সেই দলে। সন্ধ্যে হ’লে লোকটা পোষা, বুনো সব ছাগলই তাড়িয়ে নিয়ে এসে তার গুহায় পুরলো। পরদিন দুর্যোগ দেখা দেওয়ায় ছাগলগুলো আর বের করল না সে গুহা থেকে। নিজের অস্তিানাতেই সে তাদের খাওয়ার ব্যবস্থা করল। নিজের পোষা ছাগলের খেতে দিল, সামান্যই—যাতে কোন রকমে তাদের পিত্তি রক্ষা হয়, আর বুনো ছাগলের সামনে রাখল---অনেক খাদ্য। মনে মনে আশা---এই রকম লোভ দেখিয়ে তাদের পোষ মানানো যাবে।
পরের দিন দুর্যোগ কেটে যাওয়ায় সে পোষা বুনো সবগুলোকেই চারণভূমিতে নিয়ে এল। সেখানে আসা মাত্র বুনো ছাগলগুলো বনের দিকে হাঁটা দিল। লোকটা তখন তাদের ডেকে বললে, তোমরা ত আচ্ছা নিমকহারাম হে, তোমাদের এত যত্নআত্তি করলাম, তবুও তোমরা আমায় ছেড়ে যাচ্ছ?
--বুঝলেন না, আরও সেই জন্যেই ত আমরা যাচ্ছি। সবে কা’ল আমরা আপনার ওখানে এসেছিলাম ,তবু দেখলাম আপনি আপনাদের পুরনো ছাগলগুলিকে অনাদরে ফেলে আমাদেরই বেশী যত্নআত্তি করছেন। বুঝলাম আবার যখন আপনার পালে নতুন ছাগল আসবে তখন আমরা পুরনো হয়ে যাব, তখন আপনি আমাদের ফেলে তাদের পরিচর্যায়ই বেশি মন দেবেন।
উপদেশ: নতুন বন্ধু পেলে যে পুরনোকে অনাদর করে নতুন বন্ধুদেরও তাতে খুব খুশী হবার কারণ নেই, কারণ তারাও ত একদিন পুরনো হবে, তখন তাদেরও মিলবে এমন অনাদর।
একটি লোকের একটা গাধা আর একটা ছাগল ছিল। লোকটি গাধাকে বেশ ভালোমত খেতে দেয় বলে ছাগলটার হ’ল ঈর্ষা । সে তখন গাধাটাকে গিয়ে বললে, সত্যি ভাই, তোমা...
একটি লোকের একটা গাধা আর একটা ছাগল ছিল। লোকটি গাধাকে বেশ ভালোমত খেতে দেয় বলে ছাগলটার হ’ল ঈর্ষা । সে তখন গাধাটাকে গিয়ে বললে, সত্যি ভাই, তোমার জন্যে বড় দুঃখ হয়ঃ দিন নেই রাত নেই, কেবল ঘানি ঘোরাও আর বোঝা বও। আমি বলি কি তুমি এক কাজ করোঃ তোমার যেন মূৰ্ছা রোগ হয়েছে এই ভাণ করে এক গর্তের মধ্যে পড়ে যাও। তা হলে অন্তত একটা দিনের জন্যও তুমি রেহাই পাবে।
মালিক এবার তার চিকিৎসার জন্য এক পশু চিকিৎসক ডেকে আমলে । চিকিৎসক এসে গাধাটাকে বেশ আচ্ছা করে নেড়েচেড়ে মালিককে বললে, বুঝে নিয়েছি আমি এর কি অসুখ। ছাগলের কলজের কাৎ খাওয়ালেই এর ব্যামো সেরে যাবে |
মালিক তখন গাধার চিকিৎসার জন্য বাড়ির ছাগলটাকেই জবাই করলো।
উপদেশ: অপরকে বিপদে ফেলবার ফাঁদ পাততে গেলে অনেক সময় নিজেকেই সে ফাঁদে পড়তে হয়।
দুই গাধা চলেছে পথ দিয়ে। দুয়ের পিঠেই এই ভারী বোঝা। একটির পিঠের দু’ধারে দুই বেতের চুপড়িতে মোহর আর টাকা, আর একটার পিঠের দুই দিকে দুই গমের বস...
দুই গাধা চলেছে পথ দিয়ে। দুয়ের পিঠেই এই ভারী বোঝা। একটির পিঠের দু’ধারে দুই বেতের চুপড়িতে মোহর আর টাকা, আর একটার পিঠের দুই দিকে দুই গমের বস্তা। যার পিঠে নামী জিনিস সে চলেছে মাথা উঁচু করে, আর ঘাড় নেড়ে নেড়ে গলায় বাঁধা ঘন্টা ঘন ঘন বাজিয়ে, গমের বস্তা বইছে যেটা সেটা নীরবে ধীরে সুস্থে তার পিছনে চলেছে।
পথের ধারে এক ঝোপে বসে ছিল কয়েকজন ডাকাত । তারা দুই গাধার চলনভঙ্গ দেখেই বুঝে ফেললে কার পিঠে কি দরের জিনিস। গাধা দুটাে কাছাকাছি আসতেই তারা এক লাফে বেরিয়ে এসে যে গাধার পিঠে মোহর আর টাকা ভরা থলি, তলোয়ার দিয়ে তার পেট এ-ফোঁড় ও ফোঁড় করে দিয়ে থলি দুটো নিয়ে নিল । যার পিঠে গমের বস্তা তাকে দিলে ছেড়ে।
প্রথম গাধাটা মরবার সময় কত বিলাপই না করে গেল । দ্বিতীয়টি তখন মনে মনে বলছে, ভাগ্যিস আমার বোঝার আকারটা দেখেই ওরা বুঝেছে এতে নজর দেবার দরকার নেই- আমাকে নিয়ে মাথা ঘামানোর ওদের দরকার নেই, তাই আমায় কিছুই খোয়াতে হ’ল না, জানটাও আমার বেঁচে গেল, একটা আঁচড়ও লাগল না আমার গায়ে ।
উপদেশ: নানা বিপদঝঞ্জা দুর্ভাবনার ভিতর দম্ভী ধনীর দিন কাটাতে হয়, আর নিরহঙ্কার দীন ব্যক্তির দিন কাটে নির্ভয়ে–নিশ্চিন্তে ধনী থাকে শঙ্কায়, গরিব নির্ভাবনার।
এক সিংহের তাড়া খেয়ে এক ষাঁড় ঢুকেছে এক গুহায়। ঐ গুহায় কতকগুলি বুনো ছাগল থাকতো—তারা ষাঁড় গুহায় ঢুকতেই নিজেদের শিং দিয়ে তাকে গুঁতুতে শু...
এক সিংহের তাড়া খেয়ে এক ষাঁড় ঢুকেছে এক গুহায়। ঐ গুহায় কতকগুলি বুনো ছাগল থাকতো—তারা ষাঁড় গুহায় ঢুকতেই নিজেদের শিং দিয়ে তাকে গুঁতুতে শুরু করল। ষাঁড় তখন ছাগলগুলিকে বললে, আমি যে তোমাদের এ গুঁতো সহ্য করছি, সে তোমাদের ভয়ে নয়, ভয়ের কারণ আমার জন্যঃ আমায় ধরবে বলে এক ভয়ংকর জানোয়ার বাইরে দাঁড়িয়ে।
উপদেশ: বলবানের ভয়ে ভীত ব্যক্তিকে অনেক সময় দুর্বলের অত্যাচার নীরবে সহ্য করতে হয়।
এক সুদর্শন তরুণকে দেখে এক বেড়ালী তার প্রেমে পড়ে গেছে। সে তখন দেবী ভেনাসের কাছে প্রার্থনা করতে লাগল, ঠাকরুণ, দয়া করে আমাকে এক নারী করে দা...
এক সুদর্শন তরুণকে দেখে এক বেড়ালী তার প্রেমে পড়ে গেছে। সে তখন দেবী ভেনাসের কাছে প্রার্থনা করতে লাগল, ঠাকরুণ, দয়া করে আমাকে এক নারী করে দাও, নইলে আমি আর বঁচিব না। দেবী তার অবস্থা দেখে কৃপাপরবশ হয়ে তাকে এক সুন্দর তরুণীতে " রূপান্তরিত করলেন । এবার তাকে দেখে সেই সুদর্শন তরুণওতার প্রেমে পড়ে গেল। তরুণ তখন এই সুদর্শনাকে তার স্ত্রী করবে বলে তার বাড়িতে নিয়ে গেল ।
শোবার ঘরে বিছানায় বসে দু'জন কথাবার্তা বলছে এমন সময় দেবী ভেনাসের মনে হ’ল—আমি ত বেড়ালটাকে একটা মানুষ করে দিয়েছি, একবার পরখ করে দেখাই যাক না- মানুষ হয়ে ওর মন থেকে বেড়ালের প্রবৃত্তি গেছে কিনা।
এই ভেবে তিনি ঐ ঘরে তরুণ-তরুনীর সামনে একটা ইঁদুর পাঠালেন। ইঁদুরটাকে দেখামাত্র তরুণীরূপী বেড়ালী এখন সে যে মানুষ সে-কথা ভুলে, পেয়ারের যুবককে ভুলে বিছানা থেকে লাফিয়ে ইঁদুর ধরে খেতে তার পিছু ছুটল। -
দেখে ভীষণ রাগ হয়ে গেল দেবী ভেনাসের , তিনি তখনই মেয়েটিকে আবার সেই সাবেক বেড়ালী করে দিলেন।
উপদেশ: বাইরের চেহারা পালটালেও খারাপ মানুষের ভেতরের চেহারাটা পালটায় না।
এক বেড়ালের কানে গেছে-এক চাষীর খামারে কিছু মুরগীর অসুখ করেছে। সে তখন এক থলে ভর্তি যন্ত্রপাতি নিয়ে ডাক্তার সেজে সেই খামারে হাজির হয়ে বাইরে...
এক বেড়ালের কানে গেছে-এক চাষীর খামারে কিছু মুরগীর অসুখ করেছে। সে তখন এক থলে ভর্তি যন্ত্রপাতি নিয়ে ডাক্তার সেজে সেই খামারে হাজির হয়ে বাইরে থেকেই মুরগীদের উদ্দেশ্যে বললে, এই, তোমরা এখন কেমন আছ? - -
উত্তর এল-তুমি এখান থেকে দূর হলেই আমরা খুব ভালো থাকব।
উপদেশ: পাজী লোকেরা সাধু সেজে এলেও বুদ্ধিমানের চোখে ধূলো দিতে পারে না।
এক বাড়িতে বড় ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তাই দেখে বেড়াল - সেখানে গিয়ে তাদের একে একে ধরে খেতে লাগল। পর পর কয়েক দিন এই রকম হতে দেখে ভয় পে...
এক বাড়িতে বড় ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তাই দেখে বেড়াল - সেখানে গিয়ে তাদের একে একে ধরে খেতে লাগল। পর পর কয়েক দিন এই রকম হতে দেখে ভয় পেয়ে যে সব ইঁদুর তখনও বেঁচে ছিল তারা গিয়ে তাদের গর্তের ভেতর লুকালো ! বেড়াল তখন ত আর তাদের ধরতে পারে না, তাই খেতেও পারে না ।
অনেক ভেবে ভেবে সে তখন ফন্দি বের করলঃ পাশের এক দেয়ালের উপর উঠে মরার মত পড়ে রইল।
এক ইঁদুর তাদের গর্ত থেকে উঁকি মেরে তাকে এই অবস্থায় দেখে বলে উঠল, ও দাদা, তোমার ও চালাকিতে ভুলছি নে আমি, তুমি মরা সেজে পড়ে থাকলেও আমি তোমার কাছে ঘেঁষছি না।
উপদেশ: যারা দেখে দেখে সেয়ানা হয়েছে তারা কখনও শত্রুর ছলচাতুরীতে ভোলে না ।
এক বেড়াল একটা মোরগ ধরেছে। সে এখন মোরগটাকে মেরে খেতে চায়। কিন্তু এর জন্য একটা অজুহাত তার ত চাই। সে তখন মোরগটাকে বললে, তুই মারাত্মক একটা আপদ...
এক বেড়াল একটা মোরগ ধরেছে। সে এখন মোরগটাকে মেরে খেতে চায়। কিন্তু এর জন্য একটা অজুহাত তার ত চাই। সে তখন মোরগটাকে বললে, তুই মারাত্মক একটা আপদ, রাত্রে ডেকে তাদের স্বস্তিতে ঘুমুতে দিস নে ।
মোরগ উত্তরে বললে, এ ত আমি ভাল উদ্দেশ্যেই করি। রাত্রি শেষে আমার ডাকে ঘুম ভাঙলে তারা সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে।
—তা যেন হ’ল –কিন্তু তুই ত তোর মা-বোনের সঙ্গে যাচ্ছেতাই ব্যবহার করিস ।
—এতেই আমার মালিক খুশী হয়, বুঝে দেখ কথাটাঃ তার সম্পদ বাড়ে।
—না, তোর কথার সঙ্গে পারবার উপায় নেই। কিন্তু তাই বলে আমার যে খিদে পুষে রাখতে হবে পেটে, তারও কোন মানে নেই, তোকে আমি খাবই বলে বেড়াল তখনই তাকে মেরে খেয়ে ফেললে ।
উপদেশ: ঠিক মত অজুহাত দেখতে পারুক না পারুক অপরের সর্বনাশ করা যার স্বভাব সে তা করবেই।
এক বুনো শুয়োর আর এক ঘোড়া মাঠে চরছিল। শুয়োরটা কবেলি ঘাস নষ্ট আর পানি ঘোলা করে দিচ্ছে দেখে ঘোড়া এক শিকারীর কাছে গেল তার সাহায্য চাইতে । ...
এক বুনো শুয়োর আর এক ঘোড়া মাঠে চরছিল। শুয়োরটা কবেলি ঘাস নষ্ট আর পানি ঘোলা করে দিচ্ছে দেখে ঘোড়া এক শিকারীর কাছে গেল তার সাহায্য চাইতে । "
শিকারী বললে, তোমার মুখে লাগাম এবং পিঠে জিন লাগিয়ে তোমার উপর চড়ে আমি তার কাছে যাব। এতে যদি তুমি রাজী থাক তবেই আমি শুয়োরটাকে শায়েস্তা করতে যাব, নইলে নয়।
ঘোড়ার শুয়োরটাকে জব্দ করতে এমন রোখ চেপে গিয়েছিল যে সে তখনই শিকারীর প্রস্তাবে রাজী হয়ে গেল ।
শিকারী তখন আর পিঠে মুখে জিন লাগাম লাগিয়ে তার উপরে চড়ে গিয়ে শুয়োরটাকে মারলে বটে, তবে সেটা মারার পরে ঐ ঘোড়ায় চড়েই এল সে নিজের বাড়িতে। এরপর তাকে আস্তাবলে নিয়ে এসে বাঁধে রাখল শক্ত দড়ি দিয়ে।
উপদেশ: শক্ৰকে জব্দ করার জন্যে লোকের মনে অনেক সময় এমন রোখ চেপে যায় যে তার ফলে তাদের হয়ত অন্য কোন খপ্পরে গিয়ে পড়তে হয়।
এক সৈনিকের একটা ঘোড়া ছিল । ঘোড়াটাকে লড়াইয়ের সময় তার মালিকের সঙ্গে একই রকম বিপদ আপদের মাঝে অনেক কাল কাটাতে হয়েছে। সে মালিকের কাছে খুব য...
এক সৈনিকের একটা ঘোড়া ছিল । ঘোড়াটাকে লড়াইয়ের সময় তার মালিকের সঙ্গে একই রকম বিপদ আপদের মাঝে অনেক কাল কাটাতে হয়েছে। সে মালিকের কাছে খুব যত্নও পেয়েছে তখন। খেতেও দেওয়া হয়েছে তাকে যব গম ছোলা। যুদ্ধ শেষ হয়ে গেল, আর তার আদর-যত্নও ফুরালো। গাধার মত বোঝা বইতে লাগানো হ’ল তাকে । খেতে দেওয়া হতে লাগল শুধু ভুষি । -
এরপর আবার যখন যুদ্ধের ভেরী বেজে উঠল, তখন সৈনিকের দরকার পড়ল ঘোড়াটা । সৈনিক নিজে রণসাজে সেজে ঘোড়াটার মুখে লাগাম–পিঠে জিন লাগিয়ে তার উপর চেপে বসল। কিন্তু ঘোড়াটার আর আগেকার মত শক্তি নেই, চলতে গিয়ে পদে পদে হোচট খেতে লাগল। সে তখন সৈনিককে বললে, কি আর করব বলো, আমি আর আগেকার সেই ঘোড়া নেই, তুমি গিয়ে এবার পদাতিক-দলে নাম লেখাও । ঘোড়াই আমি ছিলাম, কিন্তু তুমি আমায় গাধাতে পরিণত করেছ এখন আর তুমি আমায় ঘোড়া করবে কি করে?
উপদেশ: সুখের দিন পেয়ে যাকে তুমি অবহেলা করেছ, তোমার দুঃখের দিন এলে সে কথা কি সে ভুলে যায়? যার কাছ থেকে কাজ পাওয়া যায়, অসময়ে তাকে দেখতেও হয়।
এক ঘোড়া আর এক গাধা তাদের মালিকের সঙ্গে পথ চলেছে। গাধার পিঠে মস্ত ভারী বোঝা বইতে আর পারছে না সে । সে তখন ঘোড়াকে বললে, ভাই, মারা গেলাম যে আম...
এক ঘোড়া আর এক গাধা তাদের মালিকের সঙ্গে পথ চলেছে। গাধার পিঠে মস্ত ভারী বোঝা বইতে আর পারছে না সে । সে তখন ঘোড়াকে বললে, ভাই, মারা গেলাম যে আমি, আমাকে বাঁচাতে চাও ত এ বোঝার কিছুটা মাল তুমি তোমার পিঠে নাও । -
ঘোড়া তাতে রাজী হ’ল না।
একটু পরেই বোঝার ভার সইতে না পেরে গাধটি পথে পড়ে মারা গেল?
মালিক তখন গাধা যে বোঝা বইছিল তা ত ঘোড়ার পিঠে চাপালই, তা ছাড়া মরা গাধার ছাল ছড়িয়ে সেটাও ঘোড়ার পিঠে চড়ালে।
এবার ভারের চোটে ঘোড়া কোঁকাতে কোঁকাতে করুণ সুরে বিলাপ করতে লাগল, আমার দুর্মতির জন্যই আমার আজ এ দশা হ'লঃ গাধার বোঝার খানিকটা আমি বইতে রাজী হই নি, তাই এখন তার পুরো বোঝা এবং তার চামড়া পর্যন্ত আমার বইতে হচ্ছে!
উপদেশ: স্বল্প দায়িত্বের ভার স্বেচ্ছায় বহন করলে অনেক সময় বড় দায়িত্বের ভারবহন করার দায়িত্ব থেকে রেহাই পাওয়া যায়।
এক মুরগী কয়েকটা সাপের ডিম পেয়ে তার উপর বসে তা দিচ্ছিল। " এক সোয়ালে পাখী তাই দেখে তাকে বললে, তোমার মাথায় কি কোন বুদ্ধি নেই—না কি! ডি...
এক মুরগী কয়েকটা সাপের ডিম পেয়ে তার উপর বসে তা দিচ্ছিল। " এক সোয়ালে পাখী তাই দেখে তাকে বললে, তোমার মাথায় কি কোন বুদ্ধি নেই—না কি! ডিম ফুটে বেরিয়েই যারা তোমার বুকেই প্রথম ছোবল বসাবে তাদের এমন করে তা দিচ্ছ তুমি?
উপদশে: হাজার ভাল ব্যবহার পেলেও দুর্জন তার স্বভাব পাল্টাতে পারে না। শয়তান কখনও ভাল হয় না।
এক পাখী শিকারীর বাড়িতে আত্মীয় এসেছে। আত্মীয়কে খেতে দেবার মত কোন পাখী সেদিন বাড়িতে না থাকায় সে তার পোষা তিতিরটাই (Partridge) নিয়ে এল জবাই...
এক পাখী শিকারীর বাড়িতে আত্মীয় এসেছে। আত্মীয়কে খেতে দেবার মত কোন পাখী সেদিন বাড়িতে না থাকায় সে তার পোষা তিতিরটাই (Partridge) নিয়ে এল জবাই করার জন্যে। তিতিরটা তখন তাকে তিরস্কার করে বললে, তুমি এত বড় নিমকহারাম জানতাম নাঃ আমি অন্য পাখীদের ভুলিয়ে তাদের তোমার কাছে এনে ফেলি আর তুমি কি না আজ আমাকেই জবাই করতে যাচ্ছ?
লোকটা উত্তরে বললে, আরে, এই জন্যই ত তোমায় জবাই করা বেশী উচিত, কারণ তোমার জাত-ভাইদের উপরেও তোমার কোন মায়া মমতা নেই ।
উপদেশ: বিশ্বাসঘাতক শুধু বিশ্বাসী ব্যক্তির কাছেই বিশ্বাসঘাতক তা নয়। যার জন্য যে কাজ করে তার কাছেও সে ঘৃণ্য।
গৃহস্থের বাড়িতে পায়রার খোপে এক পোষা পায়রা খুব গর্ব করে বলছে, আমার মত এত সন্তান-সন্ততি আর কার আছে? এক কাক তাই শুনে তাকে বলল, বন্ধু, এতে এত...
গৃহস্থের বাড়িতে পায়রার খোপে এক পোষা পায়রা খুব গর্ব করে বলছে, আমার মত এত সন্তান-সন্ততি আর কার আছে? এক কাক তাই শুনে তাকে বলল, বন্ধু, এতে এত আনন্দ করবার, গর্ব করবার তোমার কিছু নেই, ওগুলি যত বাড়বে ততই তোমার দুঃখ বাড়বেঃ বন্দীদের গোষ্ঠী বাড়িয়ে কিছু লাভ আছে, আনন্দ আছে?
উপদেশ: ক্রীতদাসদের সম্বন্ধে এ কথা বলা যায়। তাদের সন্তান হ’ল মানেই আর কিছু ক্রীতদাসের সংখ্যা বাড়ল। বন্দীদের বংশবৃদ্ধি দুঃখের কারন।
ছবিতে আঁকা হয়েছে এক কাঁচের পাত্রে পানি। এক ঘুঘুর তেষ্টা পাওয়ায় ওখানে সত্যিই পানি আছে মনে করে তাড়াতাড়ি উড়ে গিয়ে পড়ল তার উপর। ছবিতে ধাক...
ছবিতে আঁকা হয়েছে এক কাঁচের পাত্রে পানি। এক ঘুঘুর তেষ্টা পাওয়ায় ওখানে সত্যিই পানি আছে মনে করে তাড়াতাড়ি উড়ে গিয়ে পড়ল তার উপর। ছবিতে ধাক্কা খেয়ে ডানা মেলা অবস্থায় গড়িয়ে পড়ল সে মাটিতে। এতে জখম হল তার ডানা। এক পথিক সেই অবস্থায় তাকে পেয়ে তখনই ধরে নিয়ে গেল ।
উপদেশ: ভাল না দেখে শুনে, না ভেবে কিছু করতে গেলে অনেক সময় নিজের সর্বনাশ ডেকে আনা হয়।
এক ব্যাধ জাল ফেলেছে বনে, তাতে বেঁধে দিয়েছে সে তার পোষা কয়েকটা পায়রা। একটু দুরে আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছে সে বনের কোন পায়রা তার জলে ধর...
এক ব্যাধ জাল ফেলেছে বনে, তাতে বেঁধে দিয়েছে সে তার পোষা কয়েকটা পায়রা। একটু দুরে আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছে সে বনের কোন পায়রা তার জলে ধরা পড়ে কিনা। একটু পরে কয়েকটা বুনো পায়রা এসে ধরা পড়ল তার সেই জালে ।
ব্যাধ ছুটে এসে যেই তাদের ধরতে আরম্ভ করল অমনি বুনো পায়রারা পোষা পায়রাদের তিরস্কার করে বলতে লাগল—ছিঃ ছিঃ ছিঃ, আমাদের জাত ভাই হয়েও আমরা ফাঁদে পা দেবার আগে তোমরা আমাদের সাবধান করে দিতে পারলে না!
পোষা পায়রারা বললো, আরে ভাই, আমাদের মত অবস্থা হ’লে তোমরা বুঝতে-জাত ভাইদের ভাল করার চেয়ে মনিবের মন যোগানোই নিজেদের পক্ষে ভাল।
উপদেশ: ক্রীতদাসেরা যদি তাদের মালিকের মন রাখতে নিজেদের জ্ঞাতি গোত্রের প্রতি দরদ দেখাতে না পারে তা’হলে তাদের দোষ দেওয়া যায় না।
“ক্রীতদাসের দরদ দেখাতে নেই।।”
মাছরাঙা পাখী নির্জন জায়গায় থাকতেই বেশি ভালবাসে, তাই সে যেখানে লোকের আনাগোনা নেই--সমুদ্রের ধারে এমন কোন পাথুরে পাহাড়ের উপরই তার বাসা তৈরী কর...
মাছরাঙা পাখী নির্জন জায়গায় থাকতেই বেশি ভালবাসে, তাই সে যেখানে লোকের আনাগোনা নেই--সমুদ্রের ধারে এমন কোন পাথুরে পাহাড়ের উপরই তার বাসা তৈরী করে, সেখানেই ডিম পাড়ে।
এক মাছরাঙা তার ডিম পড়বার সময় হ'লে সমুদ্রের উপর ঝুঁকে পড়েছে এমন একটা পাহাড়ের উপরই তার বাসা তৈরি করলো !
বাসা তৈরি সে করলো, ডিম সে পড়লো, বাচ্চা হলো ; একরকম নিশ্চিন্তই ছিল সে, কিন্তু— হঠাৎ একদিন ভয়ংকর ঝড় উঠলে সমুদ্র গেল ক্ষেপে, দারুণ উচু উঁচু ঢেউ উঠে সমুদ্রের পাড় ভাঁসিয়ে দিতে লাগল। এই সব ঢেউয়ের চোটে পাখির বাচ্চাসমেত তার বাসা কোথায় উধাও হয়ে গেল ।
পাখিটা তখন 'হায় হায়’ করে বলতে লাগল, এমনি আমার কপাল, শুকনো ডাঙার বাসায় লোকের ভয় আছে মনে করে আমি বন্ধু সমুদ্রের আশ্রয় নিলাম, সেই বন্ধুই শেষে আমার সঙ্গে শত্রুতা করলো!
উপদশে: শত্রুর হাত থেকে ছাড়া পেতে লোকে তাদের বন্ধুদের আশ্রয় নেয়, ভাগ্যবেশে এই বন্ধুরাই অনেক সময় তাদের সর্বনাশ করে।
কয়েকজন চোর এক বাড়িতে চুরি করতে ঢুকে আর কিছুই পেল না, পেল মাত্র একটি মোরগ। সেটা নিয়ে এসে তারা যখন সেটা জবাই করতে গেল সে তাদের কাকুতি মিনতি...
কয়েকজন চোর এক বাড়িতে চুরি করতে ঢুকে আর কিছুই পেল না, পেল মাত্র একটি মোরগ। সেটা নিয়ে এসে তারা যখন সেটা জবাই করতে গেল সে তাদের কাকুতি মিনতি করে বললে, আমাকে মেরো না তোমরা, আমি লোকের অনেক উপকার করি । তারা বেশী কাজ করবার সুযোগ পাবে বলে ভোর হবার আগেই আমি ডেকে তাদের জাগিয়ে দেই।
আরে উজবুক, সেই জন্যই ত তোকে খতম করা আমাদের বেশী দরকার। তারা জাগলে যে আমরা চুরি করার সুযোগই পাব না ।
উপদেশ: কোন ভাল কাজ করে পাজী লোকদের হাত থেকে রেহাই পাবার উপায় নেই।
Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances