হাজার পাখি দেখবে এসো পাখপাখালি সোনা, হাজার ডানার হাজার পাখি যায় না চোখে গোনা। উড়াল পাখি কুড়াল পাখি দেশবিদেশের পাখি, নানান গাছে নানান মাসে ক...
হাজার পাখি দেখবে এসো
পাখপাখালি সোনা,
হাজার ডানার হাজার পাখি
যায় না চোখে গোনা।
উড়াল পাখি কুড়াল পাখি
দেশবিদেশের পাখি,
নানান গাছে নানান মাসে
করছে ডাকাডাকি।
সাইবেরিয়া থেকে আসে
শীতের পাখি গুলো,
দূরের পাখি সুরের পাখি
নেই কোন চালচুলো।
ঘরের পাখি দোয়েল শ্যামা
ববিুই শালিক টিয়ে,
বক চিল কাক ময়না চড়ুই
টোনাটুনির বিয়ে।
আকাশ মালা পরিয়ে আসে
দূরের বািলিহাঁস,
বকশিকারি বিলেঝিলে
কাটায় বারো মাস।
পাখি আমার একলা পাখি
হাজার বরণ পাখি,
একটি হাজার গোনা হলে
অনেক হাজার বাকি।
[--মুহম্মদ নূরুল হূদা]
একটি শালিক যেমন তেমন দিইটি শালিক ভালো, সাত শালিকে যখন তখন করে জগৎ আলো। হেলে বেড়ায় দুলে বেড়ায় খায় ছড়ানো ভাত, দরদালানের ফাঁকফোকরে ঘুমিয়ে কাটায়...
একটি শালিক যেমন তেমন
দিইটি শালিক ভালো,
সাত শালিকে যখন তখন
করে জগৎ আলো।
হেলে বেড়ায় দুলে বেড়ায়
খায় ছড়ানো ভাত,
দরদালানের ফাঁকফোকরে
ঘুমিয়ে কাটায় রাত।
ভাত শালিক আর সাত শালিক
হলুদবরণ পা,
নীলচে ডিমে ঘুমিয়ে থাকে
সব শালিকের ছা।
[--মুহম্মদ নূরুল হূদা]
লালমুনিয়ার দুঠোঁট লাল গানে গানে মেলায় তাল। বাদামি গা, সাদার ছোপ গলায় পাখির সুরের টোপ কাশফুল, ঘাস, বাঁশ পাতায় লালমুনিয়া নীড় বানায়। লালমুনিয়া ...
লালমুনিয়ার দুঠোঁট লাল
গানে গানে মেলায় তাল।
বাদামি গা, সাদার ছোপ
গলায় পাখির সুরের টোপ
কাশফুল, ঘাস, বাঁশ পাতায়
লালমুনিয়া নীড় বানায়।
লালমুনিয়া পোষ মানে
ঘর ভরে যায় তার গানে।
[--মুহম্মদ নূরুল হূদা]
সরু ঠোঁটের মৌটুসি পেয়ে মধু খুব খুশি। ফুলে ফুলে উড়ছে তাই ডিগবাজিতে শঙ্কা নাই। সকাল বিকাল মধুপান মিষ্টি গলায় মিষ্টি গান। মৌটুসি গো মৌটুসি এসো,...
সরু ঠোঁটের মৌটুসি
পেয়ে মধু খুব খুশি।
ফুলে ফুলে উড়ছে তাই
ডিগবাজিতে শঙ্কা নাই।
সকাল বিকাল মধুপান
মিষ্টি গলায় মিষ্টি গান।
মৌটুসি গো মৌটুসি
এসো, তোমায় বুকে পুষি।
[--মুহম্মদ নূরুল হূদা]
লাজুকবউ কমলা ঘোমটামুখী অমলা। কাজলটানা দুচোখ তার নীলচে পালক, লালচে ঘাড়। হাঁটে না গো, লাফায় খাঁটি বাসা তো নয়, সুগোল বাটি। কমলা বউ সরলা বউ খায় ...
লাজুকবউ কমলা
ঘোমটামুখী অমলা।
কাজলটানা দুচোখ তার
নীলচে পালক, লালচে ঘাড়।
হাঁটে না গো, লাফায় খাঁটি
বাসা তো নয়, সুগোল বাটি।
কমলা বউ সরলা
বউ খায় না দুধকলা।
[--মুহম্মদ নূরুল হূদা]
লাল-বাদামী শ্যামার বুক শ্যামার বুকে অনেক সুখ। হলুদ পা, পিঠ কালো শ্যামার গানে জগৎ আলো। মিষ্টি শিস লম্বা লেজ শ্যামার নাচে বেজায় তেজ। শুনলে গান...
লাল-বাদামী শ্যামার বুক
শ্যামার বুকে অনেক সুখ।
হলুদ পা, পিঠ কালো
শ্যামার গানে জগৎ আলো।
মিষ্টি শিস লম্বা লেজ
শ্যামার নাচে বেজায় তেজ।
শুনলে গান জুড়ায় প্রাণ
শ্যামা থাকে বাঁশবাগান।
[--মুহম্মদ নূরুল হূদা]
বক দেখেছো, বক? একপায়ে সে দাঁড়িয়ে থাকে কাঁপে না ঠকঠক। বক দেখেছো, বক? ঝড়ে জলে একলা ভেজে কাঁশে না খক খক। বক দেখেছো, বক? আপন ধ্যানে আপন জ্ঞানে চ...
বক দেখেছো, বক?
একপায়ে সে দাঁড়িয়ে থাকে
কাঁপে না ঠকঠক।
বক দেখেছো, বক?
ঝড়ে জলে একলা ভেজে
কাঁশে না খক খক।
বক দেখেছো, বক?
আপন ধ্যানে আপন জ্ঞানে
চেনে আপন হক।
[--মুহম্মদ নূরুল হূদা]
লিকলিকে এক চিকন ডালে ঝিম মেরেছে ঝিম-- অমন উঁচু সরু ডালে যায় কি পাড়া ডিম? ঝিম ছেড়েছে ডিম পেরেছে ডানকানা এক-দুটি সাতরঙা এক জামা দেবো, দ...
লিকলিকে এক
চিকন ডালে
ঝিম মেরেছে ঝিম--
অমন উঁচু
সরু ডালে
যায় কি পাড়া ডিম?
ঝিম ছেড়েছে
ডিম পেরেছে
ডানকানা এক-দুটি
সাতরঙা এক
জামা দেবো,
দেবে আমায় পুঁটি?
[--মুহম্মদ নূরুল হূদা]
এক চক্কর দুই চক্কর তিন চক্কর ভোঁ আকাশমাটি দাঁতকপাটি মারলে পাখি ছো; তোমায় দেখে হঠাৎ কে কে ধায়? মাগুর বোয়াল শিঙ্গি বেহাল তোমার দাঁতাল যায়। [--...
এক চক্কর
দুই চক্কর
তিন চক্কর
ভোঁ
আকাশমাটি
দাঁতকপাটি
মারলে পাখি
ছো;
তোমায় দেখে
হঠাৎ কে কে
মাগুর বোয়াল
শিঙ্গি বেহাল
তোমার দাঁতাল
যায়।
[--মুহম্মদ নূরুল হূদা]
টিয়া আমার টিয়া সোনাবরণ ধানের শূষে নাচে উড়ালিয়া টিয়ার দুঠোঁট লাল সবুজ ডানায় কানায় কানায় ঢাকে ঘরে চাল। টিয়া আমার টিয়া রোদ থইথই নীলে হাসে আকাশ ...
টিয়া আমার টিয়া
সোনাবরণ ধানের শূষে
নাচে উড়ালিয়া
টিয়ার দুঠোঁট লাল
সবুজ ডানায় কানায় কানায়
ঢাকে ঘরে চাল।
টিয়া আমার টিয়া
রোদ থইথই নীলে হাসে
আকাশ উজালিয়া।
[--মুহম্মদ নূরুল হূদা]
নয় টুনকো, অবিনাশা বাবুই বাসা, বাবুই বাসা। ডানার পালক খয়েরি বুনতে বাসা নেই দেরি। উঁচু ডালে ঝুলছে ওই বাসা বানায় দুই বাবুই। খড়কুটো আর কাদামাটি।...
নয় টুনকো, অবিনাশা
বাবুই বাসা, বাবুই বাসা।
ডানার পালক খয়েরি
বুনতে বাসা নেই দেরি।
উঁচু ডালে ঝুলছে ওই
বাসা বানায় দুই বাবুই।
খড়কুটো আর কাদামাটি।
বাসাটি খুব পরিপাটি
ছোট্ট পাখির ঠোট্ট ঠোঁট
বয় না পিঠে বিশাল মোট
শিল্পী পাখির শিল্পী মন
মাথা ও বুক হলুদ রং।
[--মুহম্মদ নূরুল হূদা]
টোনাটুনি মাণিক-জোট লম্বা সরু বাঁকা ঠোঁট। চিকন বরণ ধারাল জিব আগা চেরা, কলম-নিব। ফুলের মধু খায় ঘুরে পোকামাকড় পেট পুরে। নিত্য নীড়ে যাওয়া-আসা ট...
টোনাটুনি মাণিক-জোট
লম্বা সরু বাঁকা ঠোঁট।
চিকন বরণ ধারাল জিব
আগা চেরা, কলম-নিব।
ফুলের মধু খায় ঘুরে
পোকামাকড় পেট পুরে।
নিত্য নীড়ে যাওয়া-আসা
টোনাটুনির ভালবাসা।
[--মুহম্মদ নূরুল হূদা]
কোকিল ডাকে ফালগুনে খুশি সবাই ডাক শুনে। পাতার ফাঁকে ঢাকা দেহ পায় না দেখা হঠাৎ কেহ। মধুর সুরে ডাকে কুহু ডাকে না সে মুহূর্মুহু। বন্ধু খাসা সুদি...
কোকিল ডাকে ফালগুনে
খুশি সবাই ডাক শুনে।
পাতার ফাঁকে ঢাকা দেহ
পায় না দেখা হঠাৎ কেহ।
মধুর সুরে ডাকে কুহু
ডাকে না সে মুহূর্মুহু।
বন্ধু খাসা সুদিনের।
সুহৃদ সে নয় দুর্দিনের
সুরের আলোয় জগৎজয়
অসুরপুরী কেউ সে নয়
অভিলপ্রিয় এই পাখি
চিনতে তার কার বাকি?
[--মুহম্মদ নূরুল হূদা]
কাকা ডাকে কা কা যা খুশি তুই তাই খা। চেনা চতুর কালোর ঝাঁক, কান ফাটানো কাকের ডাক। ঠোকরায় সে গরুর কান ফতুর গলায় নেই তো গান। বাসা বানায় সব গাছে ...
কাকা ডাকে কা কা
যা খুশি তুই তাই খা।
চেনা চতুর কালোর ঝাঁক,
কান ফাটানো কাকের ডাক।
ঠোকরায় সে গরুর কান
ফতুর গলায় নেই তো গান।
বাসা বানায় সব গাছে
ছা থাকে তার খুব কাছে।
আম জাম আর নিম ছাতিম
কাকের ডিম ফিকে, হিম।
[-- মুহম্মদ নূরুল হূদা]
জমকালো আর তরতাজা স্বর্ণঈগল পাখির রাজা থাকি পাখি উত্তরে, গিরি, গুহা, গহ্বরে। নজর করা, শ্যেন নখর ছোঁ-শিকারি শক্তিধর। ঠোট্ট পাখির ঠাঠা যম যেমন ...
জমকালো আর তরতাজা
স্বর্ণঈগল পাখির রাজা
থাকি পাখি উত্তরে,
গিরি, গুহা, গহ্বরে।
নজর করা, শ্যেন নখর
ছোঁ-শিকারি শক্তিধর।
ঠোট্ট পাখির ঠাঠা যম
যেমন সাহস, তেমন দম।
গলার পালক সোনার রং
কোলে লেজে ডোরা ঢং।
বাসাটাও বানায় খাঁটি
পাহাড় চূড়ায় শক্ত ঘাঁটি।
[--মুহম্মদ নূরুল হূদা]
ভরদুপুরে নদীর ধারে শঙ্খচিলের ডানা, ঘুরে ঘুরে উড়ছে পাখি নেই ঠিকানা জানা। শরীরখানা ধূসর বরণ কিন্তু বেজায় শক্ত গড়ন বুকের নিচে সাদা, রোদে জলে কে...
ভরদুপুরে নদীর ধারে
শঙ্খচিলের ডানা,
ঘুরে ঘুরে উড়ছে পাখি
নেই ঠিকানা জানা।
শরীরখানা ধূসর বরণ
কিন্তু বেজায় শক্ত গড়ন
বুকের নিচে সাদা,
রোদে জলে কেবল গলাসাধা।
বিকেল বেলা আকাশ নীল
সেই নিলেও শঙ্খচিল।
[--মুহম্মদ নূরুল হূদা]
আজব পাখি ধনেশ পাখি ঠোঁটের ওপর ঠোঁটের রাখী। ঠোঁট সে তো নয়, মধুর চাক খোপে খোপে বাজায় ঢাক। গাছে গাছে চড়ে খাড়া লাফিয়ে চলে, বেড়ায় তাড়া। খোড়াল জুড়...
আজব পাখি ধনেশ পাখি
ঠোঁটের ওপর ঠোঁটের রাখী।
ঠোঁট সে তো নয়, মধুর চাক
খোপে খোপে বাজায় ঢাক।
গাছে গাছে চড়ে খাড়া
লাফিয়ে চলে, বেড়ায় তাড়া।
খোড়াল জুড়ে বানায় বাসা
বাসার মুখ কাদায় ঠাসা।
ডিমে বঁধু তা দিয়ে যায়
পুরুষ ধনেশ আহার যোগায়।
ডিম ফুটে যে বাচ্চা আসে
মা ও বাবা কেবল হাসে।
[--মুহম্মদ নূহুল হূদা]
এক্কা পাখি দোক্কা পাখি দোয়েল পাখি, দোয়েল পাখি। মাঠের পাখি ঘাটের পাখি দোয়েল পাখি, দোয়েল পাখি। বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েল পাখি, দোয়েল পাখি...
এক্কা পাখি দোক্কা পাখি
দোয়েল পাখি, দোয়েল পাখি।
মাঠের পাখি ঘাটের পাখি
দোয়েল পাখি, দোয়েল পাখি।
বাংলাদেশের জাতীয় পাখি।
দোয়েল পাখি, দোয়েল পাখি।
বুকজোড়া তার সাহস, তেজ
দোয়েল পাখির লম্বা লেজ
শিসে শিসে নাচিয়ে পা
যেদিক খুশি সেদিক যা।
[--মুহম্মদ নূরুল হূদা]
সোনাবরণ ময়না ময়লা গায়ে সয় না নেই যদিও গয়না দুখের কথা কয় না। আঙ্গিনা আর বাগানে ঝোপঝাড়ে সাবধানে তাকায় পাখি উৎসুক ছোট্ট বুকে অনেক সুখ। [--মুহম্...
সোনাবরণ ময়না
ময়লা গায়ে সয় না
নেই যদিও গয়না
দুখের কথা কয় না।
আঙ্গিনা আর বাগানে
ঝোপঝাড়ে সাবধানে
তাকায় পাখি উৎসুক
ছোট্ট বুকে অনেক সুখ।
[--মুহম্মদ নূরুল হূদা]
ভরদুপুরে পুকুরপাড়ে ঝোপেঝাড়ে বনবাদাড়ে হঠাৎ শুনি করুন ডাক ঘুঘুর গলায় সুর বেহাগ। আহার তার শেকড়,ফল, তিল, সরষে, শিশিরজল। ছিটে ঘুঘু, পয়রাঘুঘু বাংল...
ভরদুপুরে পুকুরপাড়ে
ঝোপেঝাড়ে বনবাদাড়ে
হঠাৎ শুনি করুন ডাক
ঘুঘুর গলায় সুর বেহাগ।
আহার তার শেকড়,ফল,
তিল, সরষে, শিশিরজল।
ছিটে ঘুঘু, পয়রাঘুঘু
বাংলাদেশে অনেক ঘুঘু।
নয় সে তো বুনো কবুতর
ছোট্ট ঘুঘুর বুক ধূসর।
[--মুহম্মদ নূরুল হূদা]
Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances