এক্কা পাখি দোক্কা পাখি
দোয়েল পাখি, দোয়েল পাখি।
মাঠের পাখি ঘাটের পাখি
দোয়েল পাখি, দোয়েল পাখি।
বাংলাদেশের জাতীয় পাখি।
দোয়েল পাখি, দোয়েল পাখি।
বুকজোড়া তার সাহস, তেজ
দোয়েল পাখির লম্বা লেজ
শিসে শিসে নাচিয়ে পা
যেদিক খুশি সেদিক যা।
বুকজোড়া তার সাহস, তেজ
দোয়েল পাখির লম্বা লেজ
শিসে শিসে নাচিয়ে পা
যেদিক খুশি সেদিক যা।
[--মুহম্মদ নূরুল হূদা]
0 coment�rios: