এক সুদর্শন তরুণকে দেখে এক বেড়ালী তার প্রেমে পড়ে গেছে। সে তখন দেবী ভেনাসের কাছে প্রার্থনা করতে লাগল, ঠাকরুণ, দয়া করে আমাকে এক নারী করে দাও, নইলে আমি আর বঁচিব না। দেবী তার অবস্থা দেখে কৃপাপরবশ হয়ে তাকে এক সুন্দর তরুণীতে " রূপান্তরিত করলেন । এবার তাকে দেখে সেই সুদর্শন তরুণওতার প্রেমে পড়ে গেল। তরুণ তখন এই সুদর্শনাকে তার স্ত্রী করবে বলে তার বাড়িতে নিয়ে গেল ।
শোবার ঘরে বিছানায় বসে দু'জন কথাবার্তা বলছে এমন সময় দেবী ভেনাসের মনে হ’ল—আমি ত বেড়ালটাকে একটা মানুষ করে দিয়েছি, একবার পরখ করে দেখাই যাক না- মানুষ হয়ে ওর মন থেকে বেড়ালের প্রবৃত্তি গেছে কিনা। এই ভেবে তিনি ঐ ঘরে তরুণ-তরুনীর সামনে একটা ইঁদুর পাঠালেন। ইঁদুরটাকে দেখামাত্র তরুণীরূপী বেড়ালী এখন সে যে মানুষ সে-কথা ভুলে, পেয়ারের যুবককে ভুলে বিছানা থেকে লাফিয়ে ইঁদুর ধরে খেতে তার পিছু ছুটল। -
দেখে ভীষণ রাগ হয়ে গেল দেবী ভেনাসের , তিনি তখনই মেয়েটিকে আবার সেই সাবেক বেড়ালী করে দিলেন।
উপদেশ: বাইরের চেহারা পালটালেও খারাপ মানুষের ভেতরের চেহারাটা পালটায় না।
0 coment�rios: