এক ভেড়ার লোম কাটা হচ্ছিল। যে কাটছিল সে আনাড়ির মত বড় গোড়া ঘেঁষে জবড়জং করে কাটছিল। ভেড়াটা তখন লোকটাকে বললে, আমার লোমই যদি শুধু নিতে চাও, তা হলে অমন গোড়া ঘেঁষে কেটাে না, আর যদি আমার মাংস খেতে চাও তা হলে আমায় সোজা জবাই করে ফেল, এমন কষ্ট দিয়ে আমায় মেরো না।
শিক্ষা: আনাড়ির হাতে পড়লে যন্ত্রনার অবধি থাকে না।
0 coment�rios: