এক মেষশাবক দলের পিছনে পড়ে গেছে। একটা নেকড়ে তাকে এই অবস্থায় দেখে তার পিছু নিল। বাচ্চা মেষটা তাকে দেখতে পেয়ে বললে, বুঝছি তুমি আমায় ধরে খেতে চাও! কিন্তু মরবার আগে বাঁশীর সুরের সঙ্গে আমি নাচতে চাই। তাই-- বলি—তুমি বাঁশী বাজাও আর তালে তালে আমি নাচি। তারপর—
নেকড়ে মেষশাবকের এই কথা শুনে বাঁশী বাজাতে লাগল আর তার সঙ্গে চললো বাচ্চা মেষটার নাচ।
এই বাজনা আর নাচের আওয়াজ শুনে ছুটে সেখানে এসে জুটলো একদল কুকুর। নেকড়েকে দেখেই তারা তার দিকে ধাওয়া করলে নেকড়ে ছুটতে ছুটতেই ভাবতে লাগলো-- খুব শিক্ষা হ’ল আমারঃ শিকার করতে এসে কেন আমি বাঁশী বাজাতে গিয়েছিলাম।
উপদেশ: এক কাজ করতে এসে অন্য কিছুতে মন দিতে গেলে সব দিকই পন্ড হয়।
0 coment�rios: