একদিন নাসিরুদ্দিনকে তার বাগানে অনেকক্ষণ ধরে নীচু হয়ে কিছু একটা খোঁজাখুজি করতে দেখে তার প্রতিবেশী জিগ্যেস করলো কিছু হারিয়েছে কিনা৷
নাসিরুদ্দিন কাতর চোখে বলেন, —'ভাই, আমার চিরুনীটা হারিয়ে ফেলেছি।’
সমবেদনায় প্রতিবেশীটিও এসে বাগানে তন্ন তন্ন করে চিরুনী খুঁজতে লাগলো, কিন্তু পেলে না
বেশ কিছুক্ষণ পরে লোকটি জিগ্যেস করলো,-‘আচ্ছা, মনে করে দেখুন দেখি, ঠিক কোন যায়গায় চিরুনীট পড়তে পারে?’
‘আমার ঘরের মধ্যে’—নাসিরুদিনের জবাব।
‘তাহলে এখানে খুজে কি লাভ? আমরা তো আপনার ঘরের মধ্যেই খুজতে পারি।’
'না, তা হয় না। ঘরটা বেজায় অন্ধকার। যেখানে খোঁজবার সব দিকে সুবিধা, সেইখানে খোঁজাই ভাল নয় কি ?’
0 coment�rios: