Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

    মোল্লা নাসিরুদিনের একটি প্রিয় গাধা ছিল। দূরে কোথাও যেতে-আসতে গাধাটি ব্যবহার করতেন তিনি। একদিন এক প্রতিবেশী এসে গাধাটি ধার চাইলো এক জায়...

গাধা বাড়ীতে নেই -- মোল্লা নাসিরউদ্দিন

    মোল্লা নাসিরুদিনের একটি প্রিয় গাধা ছিল। দূরে কোথাও যেতে-আসতে গাধাটি ব্যবহার করতেন তিনি। একদিন এক প্রতিবেশী এসে গাধাটি ধার চাইলো এক জায়গায় যাবার জন্য।
    নাসিরুদ্দিন দাঁড়ি চুমড়ে বললেন,—‘ভাইসাহেব, গাধাটা তো এখন বাড়ীতে নেই।’
    মোল্লার কথা বিশ্বাস করে লোকটি চলেই যাচ্ছিল, হঠাৎ বাড়ীর ভেতর থেকে গাধাটা ডেকে ওঠে। বিস্মিত, বিরক্ত প্রতিবেশী ভৎসনার স্বরে মোল্লাকে বলেন,—“বেশ লোক তো আপনি ! ঐ তো বাড়ীর ভেতর থেকে গাধা ডাকছে, আর আপনি কিনা বলছেন,— গাধা বাড়ীতে নেই।’
    নাসিরউদ্দিনের তৎক্ষণাং জবাব,--“আমার কথা অবিশ্বাসের জন্য আল্লাহ, যেন তোমাকে মাফ করেন।
    ‘বাঃ রে, অবিশ্বাসের কথা এলো কোথেকে?’ 
    ‘অবিশ্বাসের কথা নয় ? তুমি একটা গাধার কথা বিশ্বাস করলে আর নিজে মুসলমান হয়েও আমার মত এক প্রবীণ দাড়িওয়াল লোকের কথা বিশ্বাস করতে পারলে না ? ছিঃ ছিঃ!'

0 coment�rios: