Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

    আর এক শীতের রাত । রাস্তায় কি একটা গোলমাল শুনে মোল্লার ঘুম ভেঙে গেল। মোল্লার মনে হোল, কি একটা নিয়ে দু’জন লোক রাস্তায় খুব গোলমাল করছে। ...

ঝগড়াটা মিটিয়ে এলুম -- মোল্লা নাসিরউদ্দিন

    আর এক শীতের রাত । রাস্তায় কি একটা গোলমাল শুনে মোল্লার ঘুম ভেঙে গেল। মোল্লার মনে হোল, কি একটা নিয়ে দু’জন লোক রাস্তায় খুব গোলমাল করছে। শীতের মধ্যে মোল্লা বাইরে বেরিয়ে ব্যাপারটা কি জানতে চান । কিন্তু গিন্নীর দাবড়ানিতে কম্বল টেনে চুপচাপ শুয়ে পড়তে বাধ্য হলেন।
    কিন্তু খানিক পরেই গোলমালটা বেড়ে যেতেই মোল্লা আর থাকতে না পেরে কম্বলটা গায়ে জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়ামাত্রই ঐ লোক দুটো গোলমাল থামিয়ে নাসিরুদিন বেচারীর কম্বলটা টেনে নিয়ে উধাও হয়ে যায়।
    বেচারী মোল্লা খতমত খেয়ে শীতে কঁপিতে কঁপিতে বিছানায় ফিরে আসেন।
    গিন্নী জিগ্যেস করেন, ‘হ্যাঁগো, বাইরে ঝগড়াটা কিসের ছিল?
    ‘ওদের ঝগড়াটা ছিল আমার গায়ের কম্বলটা নিয়ে —কে নেবে। তা, আমি যেতেই ওদের ঝগড়া থেমে গেলো। আসলে কি জানো গিন্নী, আমিই ওদের এতক্ষণের ঝগড়াটা মিটিয়ে দিয়ে এলুম।

0 coment�rios: