প্রতিবেশীর মুরগীগুলো রোজ মোল্লার বাড়ী এসে ঘরদোর নোংরা করতো। এই নিয়ে প্রতিবেশীর গিন্নীর সঙ্গে মোল্লা-গিন্নীর প্রায়ই ঝগড়া হোত।
শেষে মোল্লা-গিন্নাই কর্তার কাছে অভিযোগ করেন প্রতিবেশীনীর বিরুদ্ধে।
মোল্লা আশ্বাস দেন—‘এ্যায়সা দিন নেহি রহেগা। শীগগিরই একটা ব্যবস্থা করে দিচ্ছি।’
ক’দিন পর মোল্লা কয়েকটা মুরগীর ডিম কিনে এনে বাগানের ঝোপে-ঝাড়ে লুকিয়ে রাখলেন। সকালবেলা সেই ডিমগুলো খুঁজে পেয়ে প্রতিবেশীকে শুনিয়ে গিন্নীকে বলতে থাকেন, দেখছে গিল্পী, বিনা-পয়সায় কেমন এতগুলো ডিম পাচ্ছি।’
প্রতিবেশিনী শুনতে পেয়ে বলে—“আপনাদের তো মুরগীই নেই, তাহলে এতো ডিম কোথেকে পাচ্ছেন?
“কি জানি বাপু! বাগানের ভেতর কোথায়, কার মুরগীগুলো এহেন ডিম পেড়ে যায়?
—এরপর থেকে দেখা গেল, প্রতিবেশীর মুরগীগুলো ঘরে বন্ধই থাকছে !
0 coment�rios: