একজন এসে মোল্লাকে খুশীর খবরটা দ্যায়। ‘মোল্লাজী, আজ আপনার পাশের বাড়ীতে মাংস রান্না হচ্ছে। বিরাট ভোজ।'
‘তাতে আমার কী ?—মোল্লা বিরক্তির সঙ্গে বলেন।
‘বা; রে ! শুনে এলাম, ওরা আপনাকেও নেমন্তন্ন করতে আসছে?’
তাতে তোমার কী ?--খোশ-মেজাজে মোল্লা ধমক লাগান লোকটিকে।
0 coment�rios: