একটি আছে দুষ্ট মেয়ে,
একটি ভারি শান্ত,
একটি মিঠে দখিন দাওয়া,
আরেকটি দুর্দান্ত।
আসল কথা, দুটি তো নয়
একটি মেয়েই মোটে,
হঠাৎ ভাল, হঠাৎ সেটি
দস্যি হয়ে ওঠে।
একটি আছে ছিঁচকাঁদুনি,
একটি করে ফুর্তি,
একটি থাকে বায়না নিয়ে,
একটি খুশির মূর্তি।
আসল কথা, দুটি তো নয়
একটি মেয়েই মোটে,
কান্নাহাসির লুকোচুরি
লেগেই আছে ঠোঁটে।
একটি মেয়ে হিংসুটি আর
একটি মেয়ে দাতা,
একটি বিলোয়, একটি কেবল
আঁকড়ে থাকে যা তা।
আসল কথা, দুটি তো নয়
একটি মেয়েই মোটে
মনের মধ্যে হিংসে আদর
চর্কিবাজি ছোটে।
[-- অজিত দত্ত]
খুব সুন্দর প্রাসঙ্গিক কবিতা
উত্তরমুছুনএই ছড়াটিতে কয়টি মেয়ের কথা বলা হয়েছে? Bolben please
উত্তরমুছুন