Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

ও লো লো শিমুল ফুল, খাইছ কি? চিরা গুড়। শুকাইছ-ক্যান? ভাতে। ছেলে দুটি কান্দে। ছেলে দুটির নাম কি?     এরণ ভেরণ। তোমার না কি ?      চন্ডীচরণ। বউ...

ছড়া: শিমুল ফুল

ও লো লো শিমুল ফুল,
খাইছ কি? চিরা গুড়।
শুকাইছ-ক্যান? ভাতে।
ছেলে দুটি কান্দে।
ছেলে দুটির নাম কি?     এরণ ভেরণ।
তোমার না কি ?      চন্ডীচরণ।
বউয়ের নাম কি?     ঢেপসা গুটি
তূলোর ডাঁটি,
যাইতে হবে সিদ্ধকাটি।

0 coment�rios: