Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

হোজ্জা একটি ছোট কাপড় রঙ করার কারখানা খুলে তার নিকটের গ্রামবাসীদের কাপড়-চোপড় রং করত। গ্রামবাসীরা সবাই হোজ্জার কাপড় রঙ করার খুব প্রশংসা করছে শ...

অমুক দিনে আসুন

হোজ্জা একটি ছোট কাপড় রঙ করার কারখানা খুলে তার নিকটের গ্রামবাসীদের কাপড়-চোপড় রং করত। গ্রামবাসীরা সবাই হোজ্জার কাপড় রঙ করার খুব প্রশংসা করছে শুনে জমিদারের খুব হিংসে হল। তাই তিনি হোজ্জার কারখানায় এসে উপস্থিত হলেন। ভিতরে ঢুকে গলা ছেড়ে বললেন, ‘হোজ্জা, আমার এই কাপড়টিকে ভাল করে রং করে দাও তো। তোমার দক্ষতা একবার পরখ করে দেখি।’
‘হুজুর আপনি কোন রং চান?’
‘আমি যে রং চাইছি তা অতিসাধারন। তা লাল, নীল ও কালো নয়, আবার সাদা, সবুজ  অথবা বেগুনীও নয়। বুঝতে পারছ বিখ্যাত রঞ্জক হোজ্জা। কেমন, পারবে তো?’
‘বুঝতে পেরেছি হুজুর , বুঝতে পেরেছি।’ হোজ্জা দাম্ভিক জমিদারের মুখের দিকে একবার তাকিয়ে তাঁর হাত থেকে কাপড় নিয়ে বলল, ‘আপনার পছন্দমতই রং করব।’
-‘কি? তুমি রং করে দিতে পারবে!’ জমিদার একটু খুশি ভাবে বললেন, ‘ঠিক আছে, তাহলে আমি কবে নিতে আসব?’
হোজ্জা কাপড়টি আলমারীতে বন্ধ করে তালা দিতে দিতে বলল, ‘অমুক দিন আসুন যেদিন সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার নয় আবার শুক্রবার এমনকি রবিবারও নয়। হুজুর, সেদিন এলেই আপনার রং করা কাপড় নিতে পারবেন।

0 coment�rios: