বাদশা হঠাৎ নাসিরউদ্দিনকে কোনো এক দূর্বল মুহুর্তে এক থলি মোহর দিতে রাতারাতি মোল্লা ধনী বনে গেলেন।
আর এত মোহর পাওয়ামাত্রই মোল্লার এক গাদা বন্ধু জুটতেও দেরী হোল না।
বেশ দিনগুলো ফুর্তিতে কাটছে। একদিন এক প্রতিবেশী নাসিরউদ্দিনকে নেশার ঝোঁকে বলে ফেলেন—‘ভাইসাব, আপনার মোট কত বন্ধুবান্ধব-তার হিসেব কি আপনি বলতে পারেন?
‘কেন পারবো না ভাই?—যে মুহূর্তে আমার কানাকড়িও থাকবে না, সব খরচ করে ফকির বনে যাবো, তখনই তো সংখ্যা গুণে আসল বন্ধুর হিসেব পেতে পারবো।’
0 coment�rios: