সারস আর শেয়ালের খুব বন্ধুত্ব। খ্যাঁকশেয়াল সারসকে একদিন তার বাড়িতে নিমন্ত্রন জানাল। সারস খেতে এলে শেয়াল ঝোল ঢেলে দিলো এক সমান পাথরের উপর। শেয়াল সেখান থেকে তার জিভ দিয়ে দিব্বি চেটেটুটে খেলে। সারস তার সরু ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারলে না। পেটে পুরো খিদে নিয়েই তাকে ফিরে যেতে হ’ল ।
এরপর সারসও একদিন নিমন্ত্রণ করল শেয়ালকে তার বাড়িতে। শেয়াল নিমন্ত্রণ খেতে এলে সারস ঝোল খেতে দিল তাকে কুজোর মত সরুমুখ এক পাত্রে । তার মাঝে শেয়ালের মুখ ঢুকবে কেন? সারস কিন্তু অনায়াসে তার মাঝে ঠোঁট নামিয়ে খেল ।
উপদেশ: বিনা কারনে কাউকে জব্দ করতে গেলে একদিন তার কাছে নিজেরও জব্দ হতে হয়। ঢিল মারলে পাটকেল খেতে হয়।
0 coment�rios: