Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

একটি লোক একটা তোতাপাখী কিনে এনেছে বাড়িতে। দস্তরমত পোষমানা । অনেক কাজে লাগবে এ, অনেক আনন্দ দেবে । - চিমনীর ধারে বসে বাড়ির সবাই আরামে আগুন প...

ঈর্ষা

একটি লোক একটা তোতাপাখী কিনে এনেছে বাড়িতে। দস্তরমত পোষমানা । অনেক কাজে লাগবে এ, অনেক আনন্দ দেবে । -
চিমনীর ধারে বসে বাড়ির সবাই আরামে আগুন পোহাচ্ছে, এমন সময় তোতাটা উড়ে এসে বসলো ! পাশেরই এক উঁচু জায়গায় । বসে নানা মজার মজার কথা বলতে লাগল। -
বাড়ির বেড়ালটা এই দেখে এসে তাকে বললে,-কে তুমি বটে, এলেই বা কোথেকে? .
--তোমার সাহস ত বড় কম নয়, আমি এই বাড়িতে জন্মেছি, কতদিন এখানে আছি, তবু আমি একবার মিউ করলেই বাড়ির লোকেরা আমায় লাঠি দিয়ে তাড়া করে আর তুমি সবে এসেছ এ বাড়িতে—এসেই এমন বক্‌বক্ সুরু করেছ?
বেড়ালের এই কথা শুনে তোতা বললে,—একটু ঘুরে এস, ঠাকরুণ, মাথাটা ঠান্ডা হবে। আসল কথাটি কি জানো, আসল কথা হচ্ছে তোমার গলার আওয়াজটা বাড়ির লোকের তেমন পছন্দ নয়, আমারটা পছন্দ।

উপদেশ: মনে ঈর্ষা থাকলে ঠিক সমালোচনা হয় না।

0 coment�rios: