চিলেরা আগে বেশ গান গাইতে পারত । দিব্যি গলা, বুলবুলের মত মিঠে, আওয়াজও স্পষ্ট, জোরালো । কিন্তু গোল বাঁধল ঘোড়ার হ্রেষারব শুনে । ঘোড়ার কণ্ঠস্বর শুনে দারুণ ঈর্ষা হ’ল তাদের, ঐ রকম গলা না হলে কি আর গলা!
এই কথা মনে হতে তারা ঘোড়ার রব অনুকরণ করতে চেষ্টা করতে লাগল। কিন্তু চেষ্টা করলেই কি হয়, ঘোড়ার ডাক ত বেরুলই না গলা দিয়ে, মাঝ থেকে নিজেদেরই যে মিষ্টি গানের গলা ছিল তাও গেল।
উপদেশ: প্রকৃতি যাকে যা দিয়েছে তাতেই তার সন্তুষ্ট থাকা উচিত।
0 coment�rios: