ভরতপাখী এক গমের ক্ষেতে ডিম পেড়েছিল। ডিম থেকে বাচ্চা বেরিয়েছে, বাচ্চাগুলি বেশী বড়ও হয়েছে, মাথায় ঝুঁটি বেরিয়েছে।একদিন ক্ষেতের মালিক এল ক্ষেত দেখতেঃ আরে গম ত বেশ পেকে উঠেছে, এবার ত কেটে ঘরে নিতে হয়। দেখি বন্ধু-বান্ধবদের ডেকে আনা যাক ।
পাখীর এক বাচ্চা এই কথা কানে যেতে সে তার মাকে বললে, ও মা, শুনলে তা চাষী কি বললে, চলো অন্য কোথাও আমরা উঠে যাই।
কয়েকদিন পরে আবার এল চাষী, সঙ্গে তার দুই ছেলে। ক্ষেতের অবস্থা দেখে সে তার ছেলেদুটিকে বললে, দেখছিস, গম ঝরে ঝরে পড়েছে, আর ত রাখা যায় না। বন্ধুদের ডাকলাম, কেউ ত এল না, কাল তা হ’লে তোদের দু’জনকে নিয়ে নিজেই লাগব।
বাচ্চাপাখী এই কথা শুনে তার মাকে বললে, মা, এবার?
মা বললে, হ্যাঁ, আর আমাদের এখানে থাকা চলে না, নিজের কাজ যে ও নিজেই করতে চাইছে, আজ রাত্রেই আমাদের সরে পড়তে হবে । .
উপদেশ: অপরের উপর নির্ভর না করে নিজের কাজ যখন কেউ নিজেই করতে লেগে যায়, তখন কাজ সমাধা হতে আর কোন বাধা থাকে না।
0 coment�rios: