পথের এক পাশ দিয়ে চলতে চলতে নাসিরউদ্দিন হঠাৎ পড়ে গেলেন পাশের নালায়। আর সে নালা কি যা-তা! কাদা-ময়লায় ভর্তি। অর্ধেকটা ডুবে গিয়ে মোল্লার মনে হোল, তিনি মরেই গেছেন।
তা মরেই যান, শীত-খিদে যা কিছু পাক্, বাড়ীতে তো তার মরার খবরটা দিতে হয়। —না হলে বৌ ভেবে অস্থির হবে যে।
অগত্য বহু কষ্টে উঠে বাড়ী গিয়ে বৌকে বলেন,—‘ওগো, আমি — নালায় পড়ে মরে গেছি!’
মোল্লাগিন্নী একটু অন্তমনস্ক হয়েছেন কি, মোল্লা বাড়ী থেকে চম্পট দিয়ে সোজা ফিরে এলেন সেই নালায়। .
গিন্নী এদিকে কর্তাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করায় পাড়া-পড়শীরা এসে হাজির৷ ‘হ্যা গো, কি হয়েছে মোল্লার ?
‘হায়, হয়, তিনি মারা গেছেন নালায় পড়ে।’ – গিল্পী কঁদিতে কাদতে বলেন।
সবাই উদ্গ্ৰীব হয়ে জিগ্যেস করে,—“আপনি কি করে জানলেন তিনি নালায় পড়ে মারা গেছেন?
বাঃ রে, কর্তা নিজে এসে আমাকে একটু আগে তার মরার খবর জানিয়ে গেলো না!’
0 coment�rios: