Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

      এক সময় বাদশা মোল্লার তোষামোদে খুশী হয়ে তাঁকে সাময়িক ভাবে কাজী করে দিলেন।       জীবনে এই প্রথম এহেন পদ । মোল্লা তো ধরাকে সরা দেখলেন।...

কাজীর পদ - মোল্লা নাসিরউদ্দিন

      এক সময় বাদশা মোল্লার তোষামোদে খুশী হয়ে তাঁকে সাময়িক ভাবে কাজী করে দিলেন।
      জীবনে এই প্রথম এহেন পদ । মোল্লা তো ধরাকে সরা দেখলেন।
      প্রথম দিন এক মামলা ওঠে । হঠাৎ তিনি ফরিয়াদীর বক্তব্য শুনে আহ্বাদে বলে ওঠেন, ঠিক, ঠিক, আপনার কথাই ঠিক।’
       আদালতের পেশকার বলেন,—‘হুজুর এতো ফরিয়াদীর বক্তব্য।
       এবারে আসামী কি বলে শুনুন ।
      ততক্ষণে আসামী পক্ষের উকিল এ্যায়সা বক্তৃতা একখান করলো, যাতে হাকিম নাসিরউদ্দিন উচ্ছসিত প্রশংসায় বলে উঠেন— ‘বাঃ, ঠিক বলেছেন, আপনার কথাই ঠিক।’
      পেশকার আবার হাকিমের কানে-কানে বলেন –‘হুজুর, দুপক্ষ তো একই সঙ্গে ঠিক হতে পারে না।’
      ঠিকই বলেছেন আপনি । আপনার কথাই ঠিক ?
      —পেশকারকে উৎসাহিত করেন মোল্লা নাসিরউদ্দিন, তথা নবনিযুক্ত কাজীসাহেব। 

0 coment�rios: