বাদশার ইচ্ছে হোল কয়েদখানা পরিদর্শন করবেন । সঙ্গে নিলেন মোল্লা নাসিরউদ্দিনকে।
বাদশা প্রথম কয়েদীকে.জিগ্যেস করেন—‘বাপু, কি দোষে তুমি এখানে এসেছে?
‘হুজুর, আমি কোন অপরাধই করিনি, বিনা দোষে আমাকে এখানে আনা হয়েছে।’
দ্বিতীয় কয়েদীও বলে—তাকে বিনা অপরাধে এখানে আনা হয়েছে।
এভাবে বহু কয়েদীই বললো—তারা নির্দোষ।
অত:পর এক কয়েদী বললে –‘হুজুর মেহেরবান, সত্যিই আমি দোষী। আমার অপরাধ কবুল করছি।’
সব শুনে নাসিরউদ্দিন বাদশাকে বললেন, ‘হুজুর, এ বদমায়েশ লোকটাকে এক্ষুণি লাথি মেরে কয়েদখানা থেকে বের করে দিন। এটা ওর থাকার যায়গাই নয়।’
0 coment�rios: