মোল্লা নাসিরউদ্দিন গেছেন এক বড়লোক বন্ধুর বাড়ী। বন্ধুটি নিজের অভিজাত্য দেখাতেই ব্যস্ত। অতি গরীব থেকে হালে সীমান্তে চোরা-চালানীর দ্বারা বহু টাকার মালিক কিনা!
হাতিশালে হাতি দেখিয়ে শেষে ঘোড়াশালে এসে নাসিরউদ্দিনকে বন্ধু জানায়, এই যে সাদা ঘোড়াটা দেখছে, এতে চড়েছিলেন অমুক চন্দ্র অমুক, ঐ যে লাল ঘোড়াটা, ওটাতে চড়েছিলেন বাদশার সেনাপতি, আর কোণের ঐ কালে ঘোড়াটায় এককালে স্বয়ং বাদশা চড়েছিলেন...ইত্যাদি।
আর থাকতে না পেরে মোল্লা বন্ধুর সহিসকে হুকুম দিলেন – ‘আমার জন্য এমন একটা ঘোড়া দেখাতে পারো কি, যাতে কেউ কখনো চড়েনি?
0 coment�rios: