প্রতিবেশী থুত্থুড়ে কদাকারদর্শন এক বুড়ি তার পেটমোটা হোঁৎক এক নাতিকে নিয়ে মোল্লার বাড়ী এসে বললেন—‘ছেলেটা বড় বদমাস হয়ে গেছে। একে আপনি দয়া করে একটু ভয় দেখান তো?
নাসিরউদ্দিন ভ্রুভঙ্গী করে, চোখ পাকিয়ে মুখে শব্দ করে এমন পরিস্থিতি ঘটালেন যাতে খোদ ঠাকুমাই ভয়ে মূর্ছা। গেলেন।
জ্ঞান হতে তিনি দেখেন মোল্লাসাহেবও কেমন যেন করছেন।
আহতস্বরে বুড়ি বললেন,—“আমি আপনাকে বলেছিলাম আমার নাতিটাকে ভয় দেখাতে, আর আপনি কিনা—’
"বাঃ রে ! দেখলেন না আমি আপনাদের দু’জনকে দেখেই কেমন ভয় পেয়ে গেছলুম!'
0 coment�rios: