Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

      নাসিরউদ্দিনের এক প্রতিবেশী খুব ভালো শিকারী ছিলেন।     শিকার করতে গিয়ে এক ভেড়াকে নেকড়ে বাঘের কেবল থেকে বাঁচিয়ে বাড়ী আনলেন। উদ্দেশ্...

ভেড়ার গালি - মোল্লা নাসিরউদ্দিন

      নাসিরউদ্দিনের এক প্রতিবেশী খুব ভালো শিকারী ছিলেন।
    শিকার করতে গিয়ে এক ভেড়াকে নেকড়ে বাঘের কেবল থেকে বাঁচিয়ে বাড়ী আনলেন। উদ্দেশ্য, ভেড়াটাকে প্রতিপালন করা।
       ক্রমে ভেড়াটি আদর-যত্নে বেশ নাদুস-নুদুশ হতে শিকারীর লোভ হলো ওটিকে কেটে খাওয়ার।
       জবাই করতে উদ্যত হওয়ামাত্রই ভেড়াটি বিষম ভয়ে চেঁচাতে শুরু করলো । সে কী বিকট আর্তনাদ !
      ভেড়ার আর্তনাদে নাসিরউদ্দিনের ঘুম ভেঙে যায়। তৎক্ষণাং প্রতিবেশীর বাড়ীতে কারণটা জানবার জন্য হাজির হলেন।
      মোল্লাকে দেখে লজ্জিত শিকারী বলেন—‘এক সময়ে ভেড়াটার আমি প্রাণ বাঁচিয়েছি?
     ‘তবুও সে আপনাকে গালি দিচ্ছে কেন?’ 
      ‘গালি দিচ্ছে? — ওটা বলতে চায় কী?’ 
      ভেড়াটা বলছে,--‘তুমিও তো একটা নেকড়ে বাঘ।’

0 coment�rios: