এক কাছিম একদিন এক ঈগলকে ধরে বসলে, ভাই আমাকে তোমার মত একটু উড়তে শেখাবে?
—সে কি করে হবে, উড়বার জন্যে যা যা দরকার হয়, তা কিছুই যে তোমার নেই, বিধাতা তোমায় দেন নি। উত্তরে ঈগল বললে
—বটে, কাছিমকে এই কথা—কিন্তু সে কিছুতেই ছাড়বে না, উড়তে তাকে শেখাতেই হবে--সে ধরে বসল ঈগলকে।
ঈগল তখন তার বড় বড় নখে তাকে ধরে নিয়ে গেল আকাশে, অনেক উপরে উঠে সে–এবার ওড়ো বলে ছেড়ে দিল কাছিমকে ।
কাছিম এক পাহাড়ের পাথরের উপর পড়ে ছাতু হয়ে গেল।
উপদেশ: বেয়াড়া সখের ভূত মাথায় চাপলে লোকের আর বুদ্ধিশুদ্ধি বলে কিছু থাকে না । কেউ ভাল কথা বলতে এলেও তখন সে আর তাতে কান দেয়না, ফলে হয়ত তার মহাসর্বনাশই হয়ে যায়।
বেয়াড়া সখ বুদ্ধিভ্রংশ ঘটায়।
0 coment�rios: