হরিণ এই সব ভাবছে এমন সময় এক সিংহ এসে গেল সেখানে তাকে ধরতে । সিংহকে দেখামাত্র হরিণ দিল ছুট। সিংহও ছুটছে তার পিছু পিছু। খোলা জায়গা পেয়ে হরিণ সিংহকে অনেক পিছু ফেলে ছুটছে।
ছুটতে ছুটতে তারা এক বনের মধ্যে এসে গেল। বনে অনেক ঝোপ-ঝাড়, গাছ, গাছের ডাল-পালা। তার ভিতর দিয়ে ছুটতে গিয়ে হরিণের শিং গেল আটকে ! সেই ফাঁকে সিংহ ছুটে এসে তাকে ধরলে । মরবার সময় হরিণ বড় দুঃখেই মনে মনে বললে, হায়, আমার যে পা গুলিকে আমি ঘৃণা করেছিলাম তারাই আমায় এতক্ষণ বাঁচিয়ে রেখেছিল? আর যে দুটি শিং-এর জন্য আমি নিজেকে ধন্য মনে করে ছিলাম তারাই আমার মৃত্যু ডেকে আনল।
উপদেশ: বিপদের সময় প্রায়ই দেখা যায় যাদের আমরা চিরকাল অবজ্ঞা করে এসেছি তারাই আসছে সাহায্যের জন্যে ছুটে আর যাদের বিশ্বস্ততায় আমাদের অটুট বিশ্বাস ছিল তারাই যাচ্ছে সরে।
0 coment�rios: