মস্ত উঁচু এক ওক গাছের ডালে বসে এক বুলবুল গান গাইছিল। এক বাজপাখির সেদিন কোন খাবার জোটে নি তাই সে তার গান শুনেই এক ছোঁ মেরে তাকে ধরল । বুলবুল বাজের কবল থেকে রক্ষা পাবার জেন্য অনেক কাকুতি-মিনতি করে তাকে বলতে লাগল, আমাকে ছেড়ে দাও তুমি, ক্ষুদে পাখি আমি— তোমার খাবার যোগ্য নই, পেট ভরবে না তোমার আমায় খেয়ে। আমাকে ছেড়ে তুমি কোন বড় পাখি ধরে খাও।
বাজ বললে, আমার কি মাথা খারাপ হয়েছে যে যা খাদ্য আমি চোখের সামনে দেখছি না তা খাবার আশায় আমি হাতে পাওয়া খাবার ছেড়ে দেব?
উপদেশ: বেশী পাওয়ার আশায় যারা হাতে পাওয়া অল্প ছেড়ে দেয় তারা মূর্খ বই আর কি! হাতে-পাওয়া জিনিস ছাড়তে নেই।
0 coment�rios: