পাখিদের মধ্যে সবচেয়ে যার চেহারা ভাল, জমকালো, তাকেই পাখির রাজা করা হবে বলে জিউস, একটা দিন ঠিক করে পাখিদের সব তাঁর সমানে হাজির হ’তে হুকুম দিয়েছেন। নির্দিষ্ট দিনে পাখীরা সব এক নদীর তীরে গিয়ে নিজের নিজের দেহের প্রসাধন শুরু করল।
এক দাঁড়কাক যখন দেখল তার চেহারায় কিছুমাত্র জৌলুস নেই, তখন সে ভাল ভাল পাখিরা যে সব সুন্দর পালক তাদের গা থেকে ঝেড়ে ফেলেছিল সেগুলি কুড়িয়ে নিয়ে নিজের গায়ে বসালে । এতে চেহারা তার রীতিমত খোলতাই হ’ল। দেখতে হ’ল সে অপরূপ ।
জিউস তার এই জমকালো চেহারা দেখে তাকেই পাখির রাজা বলে ঘোষণা করতে যাচ্ছেন বুঝতে পেরে আর পাখিরা ঠুকরে ঠুকরে নিজের নিজের ফেলা পালকগুলি তার গা থেকে তুলে নিল। বেরিয়ে পড়ল তার সাবেক বিদঘুটে কদাকার মূর্তি।উপদেশ: ধার করা টাকায় যারা বাবুয়ানা ফলায়, পাওনাদারেরা টাকা নিলে তার এই দশাই হয়। ধার করে ধনী হওয়া যায় না।
0 coment�rios: