এক দাঁড়কাক নিজের জাত-ভাইদের চেয়ে দেখতে অনেক বড়। তাই সে নিজের জ্ঞাতি গোত্রকে অবজ্ঞা করে গেল বড় কাকদের কাছে। গিয়ে বলল, ভাই, আমি তোমাদেরই একজন, তোমাদের দলভুক্ত করে নাও ।
কাকেরা দেখলে তাদের সঙ্গে এর কিছুতেই মিল নেই, না চেহারায়, না গলার স্বরে।
—যাও—বুজে কথা বলে না, দূর হও আমাদের সামনে থেকে—বলে তারা তাকে তাড়িয়ে দিল । - .
কাকের দলের কাছে ঘা খেয়ে দাঁড়কাকটা যখন ফিরে এল তার জ্ঞাতিগোষ্ঠীর কাছে, তখন তারাও তাকে দূর দূর করে তাড়ালোঃ আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা করে ছেড়ে গিয়েছিলি, আবার এসেছিস কেন আমাদের কাছে? চলে যা তুই আমাদের সামনে থেকে।
উপদেশ: নিজের দেশকে ঘৃণা করে যে বিদেশী সাজতে যায়, স্বদেশ বিদেশ কোন দেশেই তার ঠাঁই মেলে না।এ কূল ও কূল দু কূল হারানো।
0 coment�rios: