এক কাক ফাঁদে ধরা পড়ে কাতর হয়ে দেবতা অ্যাপোলোর কাছে প্রার্থনা করলো, ঠাকুর, আমায় উদ্ধার করো, আমি তোমায় ধূপধুনো দিয়ে পূজো করব । অ্যাপোলোর কৃপায় কাক ফাঁদ থেকে মুক্তি পেল বটে, কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখলো নাঃ ধুপধুনো কিছুই দিল না অ্যাপোলোকে ।
এরপর আরেকবার ধরা পড়ল কাক ফাঁদে ! এবার অ্যাপোলো নয়, অ্যাপোলোকে ছেড়ে দিয়ে মুক্তির জন্যে দেবতা হারমিসের কাছে মানত করল একটা মেষ । হারমিস তার মানত শুনে দারুণ চটে গিয়ে বললে, হতভাগা, তুমি এক দেবতার সঙ্গে জোচ্চুরি করে আমার স্মরণ নিতে এসেছে? আমি তোমার কথায় বিশ্বাস করতে যাচ্ছি আর কি!
উপদেশ: উপকারীর সঙ্গে যারা বেঈমানী করে, বিপদে পড়লে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে না ।
বেইমানে বিপদে পড়ে
সাহায্যে কেউ না পড়ে।
0 coment�rios: