বনের বড় বড় গাছে পরগাছা মিসলটো গজাতে দেখেই ছোট্ট মার্টিন পাখি এর বিপদ বুঝতে পেরেছিল, সে তখন সব পাখীদের ডেকে এক সভা করে বললে, ভাই সব একটা কথা বলছি তোমাদের, ওক গাছে মিসলটো গজাতে দেখলেই সম্ভব হ’লে তোমরা তা উপরে ফেলবে নইলে মানুষের শরণাপন্ন হয়ে তাদের মিনতি করে বলবে তারা যেন মিসলটোর অাঁটা দিয়ে পাখী না ধরে ।
আর আর পাখিরা মার্টিনের এই কথা শুনে তাকে ধমক দিয়ে বললে, কি সব বাজে বকছিস তুই, থাম, চুপ কর তুই।
আর পাখিদের কাছ থেকে এই রকম ধমক খেয়ে কি আর করবে মার্টিন-সে তখন মানুষের কাছে গিয়ে তাদের বাড়িতে আশ্রয় চাইল ; মিললেও সেখানে তার আশ্রয়।
এরপর লোকরা যখন মিসলটাে আঁটার ফাঁদে আর পাখী ধরে খেতে লাগল, মার্টিন তখন তাদের বাড়িতে বাসা তৈরী করে নিরাপদে বাস করতে লাগল।উপদেশ: বিপদের সম্ভাবনা বুঝে যারা আগে থেকে সাবধান হয়, তারা রক্ষা পায়।
0 coment�rios: