মোল্লাসাহেব হাটে গেছেন। হঠাৎ কি জানি, কি মনে করে তিনি এক দোকানের চালে উঠে পড়লেন মই বেয়ে।
বহু লোক জড়ো হলো মোল্লার এ হেন আচরণে।
‘ভাইসব, আমি গতকাল আবিষ্কার করলাম সূর্যের চেয়ে চাঁদ অনেক বেশী উপকারী। আর, সে কথা তোমাদের জানাতে চাই।’
'সে কি মোল্লাসাহেব,-চাঁদ সূর্যের চেয়ে উপকারী?’
‘নিশ্চয়ই দিনের চেয়ে রাতে আলোর দরকার হলে চাদই তো আকাশে থাকে। তখন সূৰ্যি ব্যাটা আসে কি?
0 coment�rios: