Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

     একদিন এক গরু চুরির মোকদ্দমায় সাক্ষা দানের জন্য হাকিমের এজলাসে এক মুসলমানের ডাক পড়ল।      সে উপস্থিত হলে হাকিম তাকে জিজ্ঞেস করলেন, ‘তু...

অবান্তর জেরা

     একদিন এক গরু চুরির মোকদ্দমায় সাক্ষা দানের জন্য হাকিমের এজলাসে এক মুসলমানের ডাক পড়ল।
     সে উপস্থিত হলে হাকিম তাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি মুসলমান?
     লোকটি বলল, হ্যাঁ হুজুর। হাকিম তাঁকে জিজ্ঞেস করলেন, মুসলিম ধর্ম সম্বন্ধে তোমার কিছু জ্ঞান আছে?
     লোকটি উত্তর দিল, কম-বেশি আছে হুজুর।’
     হাকিম জিজ্ঞেস করলেন, ‘কোরান পড়েছ? লোকটি বলল, ‘পড়েছি।”
     হাকিম পরবর্তী প্রশ্ন করলেন,‘কোনদিন কি মৃতের সৎকার করেছ?
     লোকটি মনে মনে বিরক্ত হয় এবার। গরু চুরির মামলায় এসব কী আবোল তাবোল প্রশ্ন? তবু বিরক্তি গোপন করে বলল, করেছি হুজুর।
     হাকিম প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, মৃতকে স্নান করিয়ে কবরে নামানোর সময় কী পড়তে হয়?
     লোকটি গম্ভীর মুখে বিরক্ত হয়ে বলল, তখন এই পাঠ পড়া হয়, হে মৃত, তুমিই ধন্য! তৃমি মরিয়া বাঁচিয়া গিয়াছ, কেননা তোমাকে কোনদিনই আর হাকিমের সম্মুখে সাক্ষ্যদান করিতে হইবে না। তুমিই এই সংসারে মরিয়া বাঁচিয়া গিয়াছ।’

0 coment�rios: