Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

বাদশা একদিন রাত্রে স্বপ্ন দেখলেন, তার সমস্ত দাঁত পড়ে গিয়েছে। বাদশা এতে ভীত হয়ে একজন দৈবজ্ঞকে ডাকিয়ে আনলেন। স্বপ্নের কথা তাকে খুলে বলে জা...

দৈবজ্ঞের চালাকি

বাদশা একদিন রাত্রে স্বপ্ন দেখলেন, তার সমস্ত দাঁত পড়ে গিয়েছে।
বাদশা এতে ভীত হয়ে একজন দৈবজ্ঞকে ডাকিয়ে আনলেন। স্বপ্নের কথা তাকে খুলে বলে জানতে চাইলেন, ‘এরকম স্বপ্ন দেখার অর্থ কী? আপনি ভূত ভবিষ্যৎ বলতে পারেন, এখন এর মানে বলে আমার মনের দুঃখ দূর করুন।' 
দৈবজ্ঞ বলেন, এ স্বপ্নের অর্থ, আপনার আগেই আপনার সমস্ত সন্তান মারা যাবে। আমি যা দেখতে পাচ্ছি।’ 
বাদশা শুনে অত্যন্ত চটে গেলেন। অবিলম্বে দৈবজ্ঞকে কারারুদ্ধ করে আর একজন দৈবজ্ঞকে ডেকে আনতে আদেশ দিলেন। দ্বিতীয় দৈবজ্ঞও এলেন। 

দ্বিতীয় দৈবজ্ঞ এলে তাকেও স্বপ্নের কথা জানালেন বাদশা। প্রথম দৈবজ্ঞের শাস্তির কথা শুনে এসেছিলেন দ্বিতীয় দৈবজ্ঞ। তাই একটু ভেবে বললেন, “আপনার সমস্ত সন্তানসন্ততির অপেক্ষা আপনি দীর্ঘজীবী হবেন, জাঁহাপনা।’ এ-কথা শুনে সন্তুষ্ট হয়ে বাদশা দ্বিতীয় দৈবজ্ঞকে সহস্ৰ সুবর্ণমুদ্রা পুরস্কার দিয়ে বিদায় দিলেন।

0 coment�rios: