স্থানীয় মসজিদের ইমাম ছিলেন ভীষণ লোভী। একদিন পুকুরে পা ধুতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন জলে । পুকুর পাড়ে যে সমস্ত শিষ্য দাঁড়িয়েছিল তারা সবাই নিজেদের হাত পুকুরের দিকে প্রসারিত করে ইমাম সাহেবকে সমস্বরে বলতে থাকে, হুজুর, আপনার হাতটা আমাকে দিন । আপনার হাত আমাকে দিন !!'
—ওদিকে ইমাম কোনমতেই ওদের কাছে আসতে পারছেন না । এহেন সময়ে নাসিরুদ্দিনের আবির্ভাব । সব দেখে শিষ্যদের ধমক দেন, বে-আক্কেলে সব, তোরা জানিস না, তোদের ইমাম সারা জীবনে শুধু নিতেই শিখেছেন দিতে শেখেননি। —এই দ্যাখ, আমি কিভাবে ওঁকে ওঠাই।’
পুকুর-পাড়ে গিয়ে নসিরুদিন শুধু একটা কথাই বললেন, ‘ইমাম সাহেব, এই নিন আমার হাত । প্রসারিত নসিরুদিনের হাত ধরে অমনি ইমাম সাহেব উঠে এলেন পাড়ে ।
0 coment�rios: