বাদশা একদিন মোল্লাকে একা পেয়ে বলেন, নাসির, তুমি বলতে পারো কি!, কেন রাজ্যের লোকজন আমাকে সামনে প্রশংসা করে, আবার ওদের কেউ কেউ পেছনে নিন্দে করতে ছাড়ে না ?
উত্তরে নসিরুদিনের জবাব, ‘জাঁহাপনা, আপনি কি এখনো এর কারণ বুঝতে পারেন না!
না তো, তাই তোমাকে জিজ্ঞেস করছি।’
তবে শুনুন হুজুর, আপনি কাজে এক করেন, কথায় অন্য বলেন । অর্থাৎ আপনার কাজের সঙ্গে প্রতিশ্রুতির কোন মিল নেই। তাই তাদেরও কথার মিল নেই। তারাও তাই সামনে প্রশংসা করে, আবার পেছনে আপনার নিন্দে করে।’
0 coment�rios: