একদিন বাদশা ঠাট্টাচ্ছলে নাসিরউদ্দিনকে জিগ্যেস করেন—“মোল্লা, বলো তো এন্তেকালের পর আমি বেহেস্তে যাবে, না জাহান্নামে যাবে ?
নসিরুদিনের তৎক্ষণাৎ জবাব –‘হুজুর আপনি যাবেন জাহান্নামেই ।”
উত্তর শুনে বাদশ রেগে আগুন ! সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন বলেন —‘অযথা আপনি রাগ করবেন না । আমি যা বলতে চাই, তাহোল এইঃ এ যাবৎ আপনি যাঁদের বিনা দোষে হত্যা করেছেন তারা সবাই তো বেহেস্ত ভর্তি করে ফেলেছেন। সেখানে যদি আর একটুকুও যায়গা না থাকে, তবে বাধ্য হয়ে, ইচ্ছে থাকলেও আপনাকে বেহেস্তের বদলে জাহান্নামেই যেতে হয়।’
0 coment�rios: