এক ঈগল একদিন ফাঁদে পড়েছে। দেখে এক চাষীর বড় মায়া হ’ল। কি সুন্দর পাখী, তার এই দুর্দশা! চাষী তখনই গিয়ে ঈগলকে ফাঁদ থেকে মুক্ত করে দিল ।
ঈগল ভোলে নি সে উপকার। সে একদিন দেখলে ঐ চাষী এক পুরনো জিরজিরে দেয়ালের গা ঘেঁষে বসে আছে। চাষীর মাথায় এক টুপী । দেয়ালটা এখনই ভেঙে পড়বে বুঝে ঈগল এক ছোঁ মেরে তার টুপীটি নিয়ে গেল। চাষী তখনই এক লাফে উঠে ছুটল ঈগলের পিছু-পিছু। একটু দুর যেতেই পাখী তার টুপীটা মাটিতে ফেলে দিল। চাষী তার টুপীট কুড়িয়ে নিতে হাত বাড়িয়েছে এমন সময় সে দেখলে পাঁচিলটা হুড়মুড় করে ভেঙে পড়ল। আঃ একটু থেকে রক্ষা পেয়েছি- ভাগ্যিস পাখীটা আমার টুপীাঁ নিয়েছিল।
একটু পরেই চাষী বুঝলে, পাখীটি এমনি করেই তার দয়ার প্রতিদান দিলে।
উপদেশ: মানুষের দয়ার কথা অনেক ইতর জীবও ভোলে না, সুযোগ পেলেই প্রতিদান দেয়।
0 coment�rios: