Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

এক উঁচু পাহাড় থেকে ছোঁ মেরে এক মেষ ধরে নিয়ে গেল এক ঈগল । তাই দেখে এক দাঁড়কাকের ঈর্ষা জাগল মনে । ভাবলে, আমিও ত অমনি করে মেষ ধরতে পারি,—হ্য...

দাঁড়কাকের ঈগল হবার সাধ

এক উঁচু পাহাড় থেকে ছোঁ মেরে এক মেষ ধরে নিয়ে গেল এক ঈগল । তাই দেখে এক দাঁড়কাকের ঈর্ষা জাগল মনে । ভাবলে, আমিও ত অমনি করে মেষ ধরতে পারি,—হ্যাঁ পারি বই কি ! সে তখন আচ্ছা করে ডানা ঝাপটে নিজের সাধ্যমত বেগে উড়ে গেল এক মেষের দিকে। অমনি তার নখগুলি মেষের লোমে আটকে গেল। অনেক করে ডানা নেড়ে সে - তার নখগুলি মেষের লোম থেকে ছাড়াতে চেষ্টা করেও পারলে না ।  মেষপালক দূর থেকে তার এই অবস্থা দেখে ছুটে এসে তাকে ধরলে।ধরলে বটে, তবে ছাড়লো না, মজা করবার জন্যে যে ডানা মেলে সে উড়ে পালাতে পারত তা কেটে ফেলল।
সন্ধ্যে হলে মেষপালক কাকটাকে তার ছেলেপেলে খেলা করবে বলে বাড়িতে নিয়ে এল ।
ও বাবা, এটা কি পাখি, কি পাখি—বলে যখন তারা ছুটে এল তখন বাপ বললে, আমি ত এটা দাঁড়কাক বলেই জানি, কিন্তু সে নিজেকে ঈগল বলে জাহির করতে চেয়েছিল । 

উপদেশ: নিজের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে যে নিজেকে জাহির করতে চায়, তার চেষ্টাই যে শুধু ব্যর্থ হয় তাই নয়, তার কান্ড দেখেও লোকে হাসাহাসি করে।
যার কাজ তারেই সাজে।

0 coment�rios: