নাসিরউদ্দিন মেলা থেকে বছে বেছে একটা সুন্দর নধর গাধা কিনে আনলেন ।
প্রতিবেশীর বললে—যার গাধা ছিল, নিশ্চয়ই এটাকে খুব যত্ন আত্তি করতো। আপনিও এটাকে ঠিকমত খাওয়াতে ভুলবেন না। নাসির আপত্তি জানালেন 'না' হে, বেশী খাওয়ালে গাধাটা শেষ পর্যন্ত পেটুক হয়ে যাবে। আমি নিজেই তো কম খাই, তাই পেটুক অপবাদ শত্রুও দেয় না আমাকে ।
মোল্লা কথায় ও কাজে এক। প্রতিদিন গাধাটার খাবার কমাতে-কমাতে শেষে বেচারী অনাহারে একদিন মরেই গেল ।
তখন প্রতিবেশীরা এসে বললে,-"দেখলেন তো আমরা যা বলেছিলুম, তাই হলো ?
মোল্লা একটুও না ঘাবড়িয়ে নিজের ভুল ঢাকতে বলেন, তোমরা বলছে, তা আদৌ ঠিক নয়।’—তার মানে ?
"আর কটা দিন যদি গাধাটা বেঁচে থাকতে তবে দেখিয়ে দিতাম কে ঠিক, আমি না, তোমরা ?
"কি দেখাতেন আপনি ?
"দেখাতাম, আদৌ কিস্যু না খেয়েই কেমন করে বেঁচে থাকা যায়।”
0 coment�rios: