Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

আফিংয়ের নেশায় বুদ হয়ে কয়েকজন এক সরাইখানার আড্ডায় একটি ‘অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করছে, বহুক্ষণ ধরে, কিন্তু কোন সমাধানেই পৌছ...

মাছগুলো কি করবে -- মোল্লা নাসিরউদ্দিন

আফিংয়ের নেশায় বুদ হয়ে কয়েকজন এক সরাইখানার আড্ডায় একটি ‘অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করছে, বহুক্ষণ ধরে, কিন্তু কোন সমাধানেই পৌছতে পারছে না।
নাসিরুদ্দিন মোল্লা কফি খেতে আসামাত্রই ওরা তাকে পাকড়াও করে-হ্যাঁ, এতক্ষণে এমন একজন বিজ্ঞ লোকের দেখা পেলাম, যার কাছে এ সমস্যা অতি তুচ্ছ ব্যাপার।’
তাদের একজন বলে, 'মোল্লা সাহেব, আমরা কদিন থেকে এ প্রশ্নের সমাধান করতে পারছি না। সমস্যাটা হলো এই নদীতে যদি আগুন লেগে যায় কখনো, তাহলে নদীর মাছগুলো প্রাণের দায়ে যাবে কোথায় ?
ওঃ, এই সামান্য ব্যাপারটা তোমরা বুঝতে পারলে না ? আরে, নদীতে যদি কখনো আগুন লাগে, মাছগুলো তখন নিশ্চিন্ত মনে গাছের ডালে উঠে পড়বে | এতে এতো ভাববার কি আছে ?
মোল্লার কথা শুনে সবাই আনন্দে হাততালি নিয়ে ওঠে। একজন আরেকজনকে বলে, বলেছিলাম না আমি, মোল্লা সাহেব ছাড়া আর কারুর পক্ষে এ সমস্যা মেটানো সম্ভব নয়।’

0 coment�rios: