বাংলাদেশের পতাকাটা লালসবুজে আঁকা
এই পতাকায় তোমার আমার স্বপ্নগুলো রাখা।
একাত্তুরে এই পতাকাই একটি জাতিকে
দিয়েছিলো স্বাধীনতার দলিলখানা লিখে।
সেই দলিলটা হাতে নিয়ে অযুত বাঙালি
বুকের রক্তে বাংলা মায়ের হৃদয় রাঙালি।
স্বাধীন দেশে এই পতাকার কোন অপমান
সইবো না কো থাকতে কোন বীর বাঙালির প্রাণ।
এই পাতাকাই সার্বভৌম বাংরা চিরদিন
এই পতাকা বিশ্বসভায় উড়বে অমলিন।
এই পতাকায় তোমার আমার স্বপ্নগুলো রাখা।
একাত্তুরে এই পতাকাই একটি জাতিকে
দিয়েছিলো স্বাধীনতার দলিলখানা লিখে।
সেই দলিলটা হাতে নিয়ে অযুত বাঙালি
বুকের রক্তে বাংলা মায়ের হৃদয় রাঙালি।
স্বাধীন দেশে এই পতাকার কোন অপমান
সইবো না কো থাকতে কোন বীর বাঙালির প্রাণ।
এই পাতাকাই সার্বভৌম বাংরা চিরদিন
এই পতাকা বিশ্বসভায় উড়বে অমলিন।
[--মুহম্মদ নূরুল হূদা]
0 coment�rios: