Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

অনেক দূরে সেই সে দেশে তেপান্তরের মাঠের শেষে বাস করে এক মানুষ মজার দাড়ি সাধু নামটি যে তার। দাড়ি তাহার এমন বড়, বলছি দাঁড়াও যেমন ধর-- দু’হাতে এ...

মজার ছড়া: দাড়িয়াল সাধু

অনেক দূরে সেই সে
দেশে
তেপান্তরের মাঠের
শেষে
বাস করে এক মানুষ
মজার
দাড়ি সাধু নামটি
যে তার।
দাড়ি তাহার এমন
বড়,
বলছি দাঁড়াও যেমন
ধর--
দু’হাতে একটা বেগুন
লম্বা হবে তার চারিগুণ।


তিনটে করে কাঁচকলাকে
বলবে মেপে দু’হাত যাকে,
সেই কলারই বারোটা ভাই--
সাধুর দাড়ির মাপটি যে তাই।
রোজ সকালে দেখবে দাড়ি
বিকেল বেলা তারই
একটিও নেই মুখে তাহার
তখন তাকে চেনাই যে ভার।

[--ফয়েজ আহমদ]

0 coment�rios: