অনেক দূরে সেই সে
দেশে
তেপান্তরের মাঠের
শেষে
বাস করে এক মানুষ
মজার
দাড়ি সাধু নামটি
যে তার।
দাড়ি তাহার এমন
বড়,
বলছি দাঁড়াও যেমন
ধর--
দু’হাতে একটা বেগুন
লম্বা হবে তার চারিগুণ।
তিনটে করে কাঁচকলাকে
বলবে মেপে দু’হাত যাকে,
সেই কলারই বারোটা ভাই--
সাধুর দাড়ির মাপটি যে তাই।
রোজ সকালে দেখবে দাড়ি
বিকেল বেলা তারই
একটিও নেই মুখে তাহার
তখন তাকে চেনাই যে ভার।
[--ফয়েজ আহমদ]
0 coment�rios: