Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

একটি জীবন-মরণের প্রশ্ন। গৃহিণী একদিন তাঁর পতিদেবতাকে বললেন, ‘ওগো বাজারে আনারস পাওয়া যায়না?’ পতিদেবতা বললেন, ‘চেষ্টা করলে পাওয়া যাবে। কিন্তু ...

কয়েকটি প্রশ্ন -তারাপদ রায়

একটি জীবন-মরণের প্রশ্ন।
গৃহিণী একদিন তাঁর পতিদেবতাকে বললেন, ‘ওগো বাজারে আনারস পাওয়া যায়না?’
পতিদেবতা বললেন, ‘চেষ্টা করলে পাওয়া যাবে। কিন্তু কেন?’ তিনি ভেবে দেখার চেষ্টা করলেন তাঁর ঘরনি কবে আনারস সম্পর্কে এত উৎসাহী ছিলেন।
বেশীক্ষণ ভাবতে হল না, সহধর্মিনী বললেন, ‘দেখ, কাল আমার মা আসছেন।’
শাশুড়ি ঠাকুরানি সম্পর্কে কোনও খারাপ কথা ভাবতে কিংবা বলতে চান না গৃহস্বামী। কিন্তু এই সংসারে উক্ত প্রবীণা মহিলার উপস্থিতিগুলি সত্যি খুব সুখের হয়নি। বহুবার তিনি দাম্পত্য কলহের কারণ হয়েছেন।
পতিদেবতা শঙ্কিত হলেন, ‘তোমার মা আসছেন?’
গৃহিনী বললেন, ‘সেইজন্যেই তো তোমাকে একটা আনারস আনতে বলেছি। মা যে কী ভালবাসে না আনারস। একটা আনারসের জন্য মা অর্ধেক প্রাণ দিতে পারে।’
কথাটা শুনে, সঙ্গে সঙ্গে পতিদেবতা প্রশ্ন করলেন, ‘তাই যদি হয়, দুটো আনারসই না হয় নিয়ে আসি তোমার মার জন্য?’

[রম্যরচনা ৩৬৫ – তারাপদ রায়]

লেখাটি পাঠিয়েছেন: সুমন দাস

0 coment�rios: