একদিন বাজারে একটা ছোট্ট পাখী পাঁচ মুদ্রায় বিক্রী হতে দেখে নাসিরউদ্দিন দাও মারার লোভে তৎক্ষণাৎ বাড়ী গিয়ে নিজের পোষা বড় একটা মোরগ বাজারে বিক্ৰী করতে গেলেন।
এক ক্রেতা মোরগটার দাম জিগ্যেস করায় মোল্লা দশটি মুদ্র চাইলেন।
ক্রেতা বলে, ‘তাজব কী বাৎ ! কখনো এ দামে মোরগ হয় নাকি?’
‘বাঃরে’, মোল্লা বলেন,—একটু আগে এর চেয়ে ঢের ছোট একটা পাখিকে পাঁচ মুদ্রায় বিক্রী হতে দেখেছি!’
‘আরে, সেটা ছিল একটা ময়না পাখি। কেমন সুন্দর কথা বলে!’
মোরগটা তখন পা-বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। তাই দেখিয়ে ক্রেতাকে বলেন নাসিরউদ্দিন, কোন পাখী ভালো?—যেটা বক্বক্ করে, না বিজ্ঞের মতো চুপচাপ শুয়ে থেকে চিন্তা করে?
0 coment�rios: