Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

     এক পাহাড়ি রাজা নিজের কয়েকজন পাহাড়ি প্রজার মারফত বেশ কিছু আখরোট ফল আকবর বাদশাকে উপহার পাঠিয়েছিলেন। প্রজারা আসার পথে একটি বাজারে পেয়...

আখরোটের বদলে পেঁয়াজ

     এক পাহাড়ি রাজা নিজের কয়েকজন পাহাড়ি প্রজার মারফত বেশ কিছু আখরোট ফল আকবর বাদশাকে উপহার পাঠিয়েছিলেন। প্রজারা আসার পথে একটি বাজারে পেয়াজ দেখে ভাবল, এ এক নতুন ধরনের ফল দেখছি! বাদশা পেলে নিশ্চয়ই আখরোটের চেয়েও খুব খুশি হবেন।
     একজন বাদে আর সব প্রজাই তাদের আখরোট বদলে ঝুড়ি ভর্তি পেঁয়াজ নিয়ে এসে রাজদরবারে বাদশাকে উপহার দিল।
     পেঁয়াজ দেখে বাদশা ভীষণ চটে গেলেন। তাঁর আত্মসম্মানে ভীষণ লাগল। রাগে সম্রাট আদেশ দিলেন, ‘এদের খালি মাথায় একটা করে পেয়াজ ভেঙে দাও। যে প্রজা আখরোট নিয়ে এসেছিল তাকেই আদেশ করা হল।
      সে এখন কী করে? সকলের মাথায় পেয়াজ রেখে মাথা ভেঙে দেয় কিন্তু সম্রাটের হুকুম তামিল করতেই হবে।
     বাধ্য হয়ে বাদশার হুকুম তামিল করতে গিয়ে সেই প্রজাটি তার সঙ্গীদের বলল,‘আমার ভাগ্য ভাল ভাই, আমিও তোমাদের মতো আখরোটের বদলে পেয়াজ নিয়ে আসিনি। তাহলে আমার মাথাও বাঁচত না। তোমাদের মতোই ফেটে যেত।’
      এ-কথা শুনে বাদশা আসল ঘটনাটা বুঝতে পারলেন, এবং মূখ পাহাড়িদের মাফ করলেন সঙ্গে-সঙ্গেই। 

0 coment�rios: