বাদশা একদিন জনৈক বিদ্বান ও সত্যবাদী ব্যক্তিকে কাজির পদে নিযুক্ত করার ইচ্ছায় তাঁকে দরবারে ডেকে পাঠালে তিনি দরবারে এসে হাজির হলেন।
বিদ্বান ব্যক্তিটি আদৌ ইচ্ছুক হলেন না পদটি গ্রহণের জন্য। কারণ এই পদে থাকলে কোনও দিন সত্যবাদী হওয়া যায় না। কিন্তু মুখ ফুটে সে-কথা বাদশাকে বলারও সাহস ছিল না। কারণ বাদশার আদেশ অমান্য করার ক্ষমতা তার ছিল না।
তাই বাদশার প্রস্তাব শুনে তিনি সবিনয়ে বললেন, ‘হুজুর আমি কাজির পদের উপযুক্ত নই। আমাকে মাফ করবেন। আমি এ পদে বসার অযোগ্য।’
বাদশা সামান্য ক্ষুণ্ণ হয়ে বললেন,‘তোমার যোগ্যতা আছে বলেই তো তোমাকে নিযুক্ত করতে চাইছ আমি। তোমাকেই এ পদে বসতে হবে। জানি তুমি সত্যবাদী।’ বিদ্বান ব্যক্তিটি আরও বিনয় প্রকাশ করে বললেন,‘জাঁহাপনা, আমি বলেছিলাম আমি পদের যোগ্য নই, কিন্তু আপনি বলছেন আমি যোগ্য; আমি যোগ্য হয়েও নিজেকে অযোগ্য বলায় মিথ্যাবাদীকে কাজির পদ দেওয়া উচিত কি না। এবার আপনার বিচারে যা হয় তাই আমি মাথা পেতে নেব। আকবর সবই বুঝলেন, যে কাজির পদে বসে সে কখনই সত্যবাদী হতে পারে না। সত্য কথা বললে কাজি হওয়া যায় না।
0 coment�rios: