Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

     একদিন এক অন্ধ গায়ক কোনও এক কৃপণ আমিরের সামনে অনেকক্ষণ ধরে ভাল ভাল অনেক গান গেয়ে শোনাল, কিছু পাওয়ার আশায়।      আমির শুনে খুবই ভাল বল...

দাড়িতে একবার হাত দিয়ে দেখব

     একদিন এক অন্ধ গায়ক কোনও এক কৃপণ আমিরের সামনে অনেকক্ষণ ধরে ভাল ভাল অনেক গান গেয়ে শোনাল, কিছু পাওয়ার আশায়।
     আমির শুনে খুবই ভাল বললেন, এও বললেন, আমি এমন গান কখনও শুনিনি।
     গায়ক বলল,‘হুজুর যখন আমার গান শুনে খুশি হয়েছেন, আমাকে কিছু দান করুন। আমি  বড়ই গরিব।’
     আমির বিমর্ষ হয়ে বললেন, সত্যিই তুমি খুব সুন্দর গান গাও কিন্তু তোমার নসিবটি বড় খারাপ ভাই। এখন আমার কিছুই করার নেই। গায়ক বুঝতে না পেরে বলল, ‘কেন হুজুর? এখন না করার কী কারণ হুজুর?’
     আমির বললেন, কাউকে যখন কিছু দান করতে হয়, আমি আমার দাড়িতে বারবার হাত বুলাই। হাত বোলাতে বোলাতে যতগুলি চুল আমার হাতে আসে, আমি ততগুলি টাকা খুশি হয়ে বকশিশ দিয়ে থাকি। তুমি যতক্ষণ গাইছিলে ততক্ষণ আমি বসে আমার দাড়িতে বারবার হাত বোলাচ্ছিলাম। কিন্তু এমনই ভাগ্য তোমার, আমার হাতে একটিও চুল এল না। সেজন্যই আমার দান করার কোনও উপায় নেই।’
     গায়ক সবিনয়ে বলল, হুজুর আমি একবার ওই দাড়ি ধরে নাড়া দেওয়ার অনুমতি পেলে দেখতাম আমার ভাগ্য খোলে কিনা। দিন না একবার হাত বুলিয়ে দেখি।
     আমির এতে চটে গিয়ে গায়ককে বাড়ি থেকে বের করে দিলেন। এবং এও বলে দিলেন, ‘খবরদার এ মুখো, হয়েছ কি লাঠিপেটা করব।’

0 coment�rios: