মোল্লা নাসিরউদ্দিন তার বিশাল পাগড়ী মাথায় দিয়ে পথে যাচ্ছেন, এমন সময় একজন এসে বললো, ‘দয়া করে আমার কাছে আসা এই চিঠিটা পড়ে দিন।”
নাসিরউদ্দিনের খুব তাড়া ছিল। তাই তিনি বলেন—“বাপু, আমি লেখাপড়া কিছুই জানি না।’
লোকটি বললে—‘তা কি কখনো হয়? আপনার মাথায় এত বড় পাগড়ী। আর এত বড় পাগড়ী তো পণ্ডিতের মাথাতেই থাকে।’
তৎক্ষণাৎ নাসিরউদ্দিন নিজের মাথা থেকে পাগড়ীটা খুলে ঐ লোকটার মাথায় পরিয়ে দিয়ে বললেন—“বেশ তো, এখন তোমার মাথায় পাগড়ী রয়েছে, নিজেই চিঠিটা পড়ে নাও।”
0 coment�rios: